বর্ধমান, 5 মার্চ : গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার কড়া নজরদারিতে বিধানসভা ভোট করাতে চায় নির্বাচন কমিশন ৷ তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন কমিশনের কর্তারা ৷ এমনকী, নির্বাচন ঘোষণার সময়ও কমিশন জানিয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ করা হবে ৷
তাই নিরাপত্তার ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে প্রতিটি বিধানসভায় একটি করে ফ্লাইং স্কোয়াড রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে ৷ যে স্কোয়াডের কাজ কেউ নির্বাচনী বিধি ভাঙলে, তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা ৷ তাও এবার 100 মিনিটের মধ্যে ৷ শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান বলেন, ‘‘নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ পেলেই দ্রুত সেখানে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড পৌঁছে যাবে । এবং দ্রুততার সঙ্গে ঘটনার সমাধান করবে ।’’
কীভাবে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড ? কমিশন সূত্রে জানা গিয়েছে যে ফৌজি পোশাকের রংয়ের একটি গাড়ি থাকছে ফ্লাইং স্কোয়াডে ৷ যে গাড়িতে লেখা আছে, আপনার ভোট আপনার অধিকার । নিজের ভোট নিজে দিন । ওই গাড়িতে থাকবে বিধানসভার রিটার্নিং অফিসার কিংবা তাঁর প্রতিনিধি । ক্যামেরা-সহ থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র । ফলে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ওই গাড়ি পৌঁছে যাবে ঘটনাস্থলে ৷ অভিযোগ পাওয়া এবং ঘটনাস্থলে পৌঁছানোর মধ্যে সময় ধরা হয়েছে 100 মিনিট ৷