পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'খেলা হবে' গানের তালে কোমর দোলালেন ভাতারের তৃণমূল প্রার্থী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

খেলা হবে গানের সঙ্গে নাচলেন ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী ৷ কর্মিসভায় যোগ দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি ৷

west-bengal-assembly-election-2021-bhatar-tmc-candidate-mangovind-adhikari-dance-with-khela-hobe-song
'খেলা হবে' গানের তালে কোমর দোলালেন ভাতারের তৃণমূল প্রার্থী

By

Published : Mar 17, 2021, 12:33 PM IST

Updated : Mar 17, 2021, 1:47 PM IST

ভাতার, 17 মার্চ: ভাতারে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় খেলা হবে গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানগোবিন্দ অধিকারী ।

মঙ্গলবার ভাতার বিধানসভা এলাকায় নিত্যানন্দপুর অঞ্চলের দলীয় কর্মীদের নিয়ে বলগোনা বাজারে বৈঠক করেন মানগোবিন্দ অধিকারী । তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, 2016 বিধানসভা নির্বাচনে ভাতার বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষ মণ্ডল । কিন্তু তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ওঠায় দল তাঁকে আর টিকিট দেয়নি । টিকিট দেওয়া হয় তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারীকে । যা নিয়ে দলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয় ।

আরও পড়ুন:মমতার সভার মিছিলে তৃণমূলের খেলা হবে ট্যাবলো

'খেলা হবে' গানে কোমর দোলালেন ভাতারের তৃণমূল প্রার্থী

সেই ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্যে মানগোবিন্দ অধিকারী বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে ছোটখাট বৈঠক করতে শুরু করেছেন । মঙ্গলবার সেই বৈঠক শুরুর আগে 'খেলা হবে' গান বাজতে থাকে । সেই গানে মহিলা কর্মীদের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে থাকেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী । তাঁর কথায়, দলীয় কর্মীদের উৎসাহ দিতেই তিনি তাঁদের সঙ্গে নাচের তালে তাল দিয়েছেন ।

Last Updated : Mar 17, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details