বর্ধমান, 5 ফেব্রুয়ারি: বর্ধমান আদালতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সিভিল জজ সিনিয়ার ডিভিশন আদালতে বৃহস্পতিবার মামলা দায়ের করেন অভিষেকের আইনজীবী অমিত কুমার নাগ।
আদালত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে একের পর এক আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন জনসভায় নিয়মিতভাবে নানা বাক্যবাণে অভিষেককে নিশানা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মন্তব্য প্রত্যাহার করার দাবিতে আইনজীবীর নোটিশ পাঠানো হয়েছিল শুভেন্দুকে। কিন্তু তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করেননি। এরপরেই আইন মেনে আদালতে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।