পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির - বিধানসভা নির্বাচন 2021

বর্ধমানের 24 নম্বর ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ ৷

allegations of attacking on bjp against trinamool in burdwan
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

By

Published : Mar 9, 2021, 12:02 PM IST

বর্ধমান, 9 মার্চ : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান শহরের 24 নম্বর ওয়ার্ডের কাঞ্চননগরে । সোমবার বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব । এদিন সন্ধ্যা নাগাদ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, রবিবার রাতের দিকে 24 নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কর্মীরা । প্রতিবাদ করতে গেলে তাঁরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ । রাতেই তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সোমবার বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সন্ধ্যা নাগাদ বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় ।

বিজেপি নেতা শ্যামল রায় বলেন,"তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আমাদের দু'জন কর্মী জখম হয়েছে । ব্রিগেডের পরে তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভুগছে । তাই তাঁরা বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে ।"

আরও পড়ুন : দেওয়াল লিখন বদলানোর ঘটনায় দু'দলের হাতাহাতি

অন্যদিকে তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন,"বিজেপি অভিযোগ করতেই পারে । 24 নম্বর ওয়ার্ডে যে দেওয়ালের কথা বলা হচ্ছে সেই দেওয়ালে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখন করে । বিজেপির পক্ষ থেকে তৃণমূলের সেই দেওয়াল দখল করে নেয় । তারই প্রতিবাদ করা হয় । ফলে তর্কাতর্কি হয়েছে । কোনও মারামারির ঘটনা ঘটেনি । এখন ওরা বাজার গরম করার জন্য নিজেদের আহত সাজিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details