বর্ধমান, 9 মার্চ : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান শহরের 24 নম্বর ওয়ার্ডের কাঞ্চননগরে । সোমবার বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব । এদিন সন্ধ্যা নাগাদ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে ।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, রবিবার রাতের দিকে 24 নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কর্মীরা । প্রতিবাদ করতে গেলে তাঁরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ । রাতেই তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সোমবার বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সন্ধ্যা নাগাদ বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় ।