কেতুগ্রাম, 3 মার্চ: বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত 4 তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার পরেই এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী ।
আগামীকাল কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামে অনুব্রত মণ্ডলের সভা আছে । সেই মতো এলাকায় তৃণমূলের পতাকা লাগানোর কাজ শুরু হয়েছে কয়েক দিন ধরে । অভিযোগ পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বিজেপি কর্মীরা ইট ছুঁড়তে শুরু করে । ঘটনায় 4 জন আহত হয় । এরপর আজ সকালে এক বিজেপি কর্মী মাঠে কাজ করে ফেরার পথে তার উপরে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ৷