পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাতা নয়, স্থায়ী চাকরি চাই ; জেলাশাসককে ডেপুটেশন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সমিতির - জেলাশাসককে ডেপুটেশন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সমিতির

যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত 1 লাখ যুবশ্রীকে প্রতি মাসে 1500 টাকা উৎসাহ প্রদান স্বরূপ দেওয়া হবে । তারপর ধাপে ধাপে যোগ্যতার ভিত্তিতে যুবশ্রীদের বিভিন্ন পদে কর্মসংস্থান দেওয়া হবে । এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু ছয় বছর কেটে গেলেও কাউকে কোনও কর্মসংস্থানের ব্য়বস্থা করে দেওয়া হয়নি । তাই গতকাল এরই প্রতিবাদে মিছিল করে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি ।

rally
মিছিল

By

Published : Nov 26, 2019, 4:42 AM IST

Updated : Nov 27, 2019, 5:31 AM IST

বর্ধমান, 26 নভেম্বর : কেটে গেছে ছ'বছর । কিন্তু যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবক-যুবতিদের কোনও কর্মসংস্থান দেওয়া হয়নি । এই অভিযোগ জানিয়ে গতকাল মিছিল করে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি ।

2013 সালের 3 অক্টোবর নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে রাজ্যের বেকার যুবক-যুবতিদের জন্য যুবশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । বলা হয়েছিল, এই প্রকল্পের আওতাভুক্ত 1 লাখ যুবশ্রীকে প্রতি মাসে 1500 টাকা উৎসাহ প্রদান স্বরূপ দেওয়া হবে । তারপর ধাপে ধাপে যোগ্যতার ভিত্তিতে যুবশ্রীদের বিভিন্ন পদে কর্মসংস্থান দেওয়া হবে । কিন্তু ছয় বছর কেটে গেলেও কাউকে কোনও কর্মসংস্থানের ব্য়বস্থা করে দেওয়া হয়নি । তাই গতকাল এরই প্রতিবাদে মিছিল করে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি । তারপর পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় ।

স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভ । দেখুন ভিডিয়ো...

পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির দাবি, রাজ্যে প্রায় 33 লাখ নথিভুক্ত বেকার রয়েছে । কিন্তু সরকার তাদের কোনও ব্যবস্থা করেনি । তাই এই 33 লাখ নথিভুক্ত বেকার যুবক-যুবতিকে যুবশ্রী প্রকল্পের আওতায় আনতে হবে । পাশাপাশি কোনও ভাতা নয়, স্থায়ী চাকরির দাবি জানায় এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি ।

Last Updated : Nov 27, 2019, 5:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details