পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burdwan Firearms : উপনির্বাচনের আগের দিন বর্ধমান স্টেশনে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক - special task force firearms news

আজ রাজ্যের দুই হেভিওয়েট কেন্দ্রে উপনির্বাচন ৷ চারদিকে নিরাপত্তা জোরদার হলেও আগ্নেয়াস্ত্র পাওয়া গেল বর্ধমানে (Burdwan Firearms) ৷

STF arrests person with firearms
বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার মুঙ্গেরের যুবক

By

Published : Apr 12, 2022, 7:28 AM IST

বর্ধমান, 12 এপ্রিল :আজ বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচন । কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে শহর কলকাতা এবং উপনির্বাচন কেন্দ্রগুলির আশেপাশের অঞ্চলগুলিতে । এর ঠিক আগে বর্ধমান স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক ৷ সে বিহারের মুঙ্গেরের বাসিন্দা ৷ ধৃতের নাম তরুণ কুমার । তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে (WB STF arrests Munger resident with firearms from Burdwan Station) ।

সোমবার বর্ধমান জিআরপি-র সাহায্যে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর গোয়েন্দারা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন, এ রাজ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে প্রায়শই বিহার থেকে আসত তরুণ কুমার । তবে সে এই আগ্নেয়াস্ত্রগুলি রাজ্যের ঠিক কোথায় কোথায় পাঠাতে চেয়েছিল বা কার নির্দেশে এই অস্ত্রগুলি এ রাজ্যে আনা হয়েছিল, সে সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : TMC Worker Arrest in malda: মালদায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই তৃণমূলকর্মী

প্রতিবেশী রাজ্য বিহারের মুঙ্গেরকে আগ্নেয়াস্ত্রের স্বর্গরাজ্য বলা যায় । এ বিষয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অনেক সময় মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রের বরাত নিয়ে এ রাজ্যে ঢোকে দুষ্কৃতীরা । তাই রেলপথ এবং সড়কপথে নিয়মিত নজরদারি চলে ।

ABOUT THE AUTHOR

...view details