বর্ধমান, 6 জানুয়ারি:আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে প্রশ্ন করা হতেই হাত দিয়ে ক্যামেরার লেন্স চেপে নীচে নামিয়ে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী ! বললেন, "না না ৷ এই বিষয়ে প্রশ্ন নয় ৷ আপনি এটা কাট করে অন্য বিষয়ে প্রশ্ন করুন !" অর্থাৎ সাংবাদিক কী প্রশ্ন করবেন, তাও কার্যত ঠিক করে দিলেন মন্ত্রী স্বয়ং ! যদিও তাঁর যুক্তি, তিনি একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৷ তাই স্কুল বা সেই সংক্রান্ত প্রশ্নই করা উচিত ৷ অন্য কোনও বিষয়ে নয় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না-2 ব্লকের কাইতি গ্রাম পঞ্চায়েতের কাইতি মৃদুবালা বালিকা বিদ্যানিকেতনে ৷ আর এখানে যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের (Food and Supplies Department) প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi) ৷ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল মন্ত্রীর এই আচরণ ৷ তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া ৷
প্রসঙ্গত, কাইতি মৃদুবালা বালিকা বিদ্যানিকেতনের 50 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ ঘটনাচক্রে জ্যোৎস্না এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী ৷ তিনি অনুষ্ঠানে আসায় খুশি স্কুল কর্তৃপক্ষ ৷ খুশি বর্তমান পড়ুয়ারাও ৷ সূত্রের খবর, স্কুলের উন্নয়ন নিয়ে খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে স্কুলের শিক্ষিকা-সহ অন্য কর্মী ও আধিকারিকদের ৷ পরবর্তীতে সাংবাদিকরাও তাঁকে এ নিয়ে প্রশ্ন করেন ৷ শান্তভাবেই সেইসব প্রশ্নের উত্তর দেন জ্যোৎস্না ৷ জানান, স্কুলের পাশে সবসময় থাকবেন তিনি ৷