পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার জামালপুরে, খুনের অভিযোগ পরিবারের - তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

তৃণমূলের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃত গৌতম ঘোষের পরিবার ৷

hanging body of tmc block president is recover in east bardhaman
তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

By

Published : Feb 24, 2021, 10:01 PM IST

জামালপুর (পূর্ব বর্ধমান), 24 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মৃত তৃণমূল কর্মীর নাম গৌতম ঘোষ (48)। তাঁর বাড়ি জামালপুরের কৃষ্ণবাটি গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, গৌতম ঘোষকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারোটা নাগাদ গৌতমের মোবাইলে ফোন আসে। সেই ফোন আসার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর সারা রাত বাড়ি ফেরেননি । বুধবার সকালে পাশের গ্রাম বসন্তবাটি মসজিদতলা এলাকায় একটা আম গাছে তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।

মৃতের ছেলে আকাশ ঘোষ বলেন, ‘‘বাবা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন । গতকাল রাত এগারোটা নাগাদ বাবার মোবাইল ফোনে একটা কল আসে। সেই ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সারারাত আর বাড়ি ফেরেননি । তিনি বাড়ি না ফেরায় সারারাত ধরে বাড়ির লোকেরা বিভিন্ন এলাকায় খোঁজখবর করেন। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। এদিন স্থানীয় বাসিন্দারা খবর দেন পাশের গ্রামের বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।’’

আরও পড়ুন :তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা বক্সিরহাটে

মৃতের পরিবারের অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী গৌতম ঘোষকে হুমকি দিয়েছিল। ওই বিজেপি কর্মীরাই খুনের সঙ্গে যুক্ত বলে মনে করছে গৌতম ঘোষের পরিবার।
এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারকেশ্বর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। জামালপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে খুনের কথা অস্বীকার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details