মেমারি, 11 ডিসেম্বর: রাইস মিলের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল 2 শ্রমিকের । পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে । আহত হয়েছেন আরও চারজন । তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য় করা হয়।
মেমারির মণ্ডল গ্রামের একটি রাইস মিলে বস্তায় চাল ভরতি করার কাজ চলছিল । সেই সময় ওই মিলের একটি দেওয়াল ধসে পড়ে । তাতেই চাপা পড়েন ছ'জন শ্রমিক । এরপর দ্রুত আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের । মৃতদের নাম বাদল দাস ও কিশোর হাজরা । অন্য চারজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ দু'টির ময়নাতদন্ত করা হয় । এদিকে শুক্রবারই জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারের হাতে 2 লাখ টাকার ও আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ অন্যরা ।