জামালপুর, 14 মে: নবজোয়ার কর্মসূচিতে ফের ভোট 'লুট' ৷ শনিবার রাতে জামালপুর বিধানসভার আবুজহাটি 1, জামালপুর 1, জামালপুর 2 ব্লক, চকদিঘি পঞ্চায়েতে ভোট লুটে করে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে ৷ শাসকদলের আরেক গোষ্ঠীর অভিযোগ, জামালপুরের ব্লক সভাপতির নেতৃত্বে অন্য পঞ্চায়েত থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে ৷ এদিকে জনসংযোগ যাত্রার প্রথম দিন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ ৷ তা বার বার বাধা প্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ ৷
এদিন পূর্ববর্ধমানে জামালপুরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা ছিল ৷ সেখানে নবজোয়ার কর্মসূচি অনুযায়ী গোপন ব্যালটে ভোট দেওয়ার বন্দোবস্ত হয় ৷ সেখানেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল ৷ শাসকদলের এক গোষ্ঠীর অভিযোগ, জামালপুরের ব্লক সভাপতির নেতৃত্বে অন্য পঞ্চায়েত থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে ৷ তৃণমূলের অভিযোগকারী গোষ্ঠী এই ঘটনা দলীয় নেতৃত্বের কাছে জানাবে ৷
অভিযোগ, শনিবার রাতে জামালপুরের আবুজহাটি 1, জামালপুর 2, জামালপুর 2, চকদিঘি পঞ্চায়েত-সহ বেশ কিছু পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটদান প্রক্রিয়া চলছিল ৷ বর্তমান ব্লক সভাপতি মেহমুদ খানের লোকজন অন্য গোষ্ঠীর লোকেদের ভোট দিতে বাধা দেয় ৷ পরিবর্তে তার অনুগামীরা সেই ভোট দিয়ে দেয় ৷ বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানোর কথা বলেছেন অন্য গোষ্ঠীর নেতা কর্মীরা ৷