বর্ধমান, 29 মার্চ: রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা (Panchayat Office Lockd For Road) । পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের বন্ডুল 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ফলে এদিন পঞ্চায়েতের কাজকর্ম ব্যহত হয়। খবর পেয়ে ওই পঞ্চায়েতে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ।
আদিবাসী গ্রামবাসীদের দাবি, বন্ডুল থেকে সাঁওতাল পাড়া যাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় বিডিও, এসডিও, জেলাপরিষদ, বিধায়ক সবার কাছেই আবেদন করেছিলেন। কিন্তু কেউ তাঁদের রাস্তা তৈরি করে দেয়নি। কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অথচ নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে। কিন্তু ভোটে জেতার পর তিনি আর এই গ্রামে একবারের জন্যও আসেননি। স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এরপরই তাঁরা পঞ্চায়েতে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।