বার ডান্সারদের উপরে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা কালনা, 8 ফেব্রুয়ারি: বার ডান্সারকে লক্ষ্য করে টাকা ওড়াচ্ছেন। সঙ্গে চলছে উদ্দাম নাচ ৷ ভাইরাল এক তৃণমূল নেতার ভিডিয়ো ৷ আর ভিডিয়ো ভাইরাল হতেই আসরে বিরোধীরা ৷ জনগণের টাকা কীভাবে শাসক দলের নেতারা উড়িয়ে দিচ্ছে তা নিয়ে শাসকদলকে একহাত নিয়েছে বিরোধীরা। অভিযোগের তির পূর্ব বর্ধমানের কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পালের স্বামী পচা পালের বিরুদ্ধে (Viral Video of TMC Leader of Kalna)। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।
'পর্দার আড়ালে' নামে একটা ফেসবুক পেজে একটি ভিডিয়ো ও বেশ কিছু স্টিল ছবি আপলোড করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে, "যেখানে সাধারণ মানুষ টাকার জন্য কাঁদছে...সেখানে আমাদের পচা দা নৃত্যশিল্পীর পিছনে টাকা ওড়াচ্ছে... শ্রাবণী পালের বর পচা।" আর এই ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে ছোট-বড় তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খেয়ে চলেছে। অথচ সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, মাথা গোঁজার ছাদ পাচ্ছে না। এর থেকে লজ্জার আর কী হতে পারে!
বিজেপির পূর্ব বর্ধমান জেলা পর্যবেক্ষক কৃষ্ণ ঘোষ বলেন, "তৃণমূলের নেতা হোটেলে গিয়ে টাকা ওড়াচ্ছেন। এটা তো নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের এটাই কালচার। তারা কাটমানি-সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে রেখে দিয়েছে। মানুষ আজ খেতে পারছে না। আর পচাবাবু পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পালের বর এইসব করছেন। ওই পচাবাবু কিংবা শ্রাবণী পালের আগে কী অবস্থা ছিল আর আজ কী অবস্থা সেটা সবাই খোঁজ নিক। তারা গরিব মানুষের এত কাটমানি খেয়েছে যে আজ হোটেলে গিয়ে টাকা ওড়াচ্ছে।"
আরও পড়ুন:হাত পেতে টাকা নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ! ভিডিয়ো ফাঁসে বিপাকে তৃণমূল
তিনি আরও বলেন, "একদিন তিনি টাকার অভাবে ঠিকভাবে সংসার চালাতে পারতেন না। আর আজ তার কাছে টাকা ওড়ানো কোনও ব্যাপারই নয়। আজ রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে গিয়েছে যে হোটেলে কিংবা বারে ডান্সাররা ছোট ছোট জামা কাপড় পরে নাচবেন আর নেতারা গিয়ে টাকা ওড়াবে। আজ বাংলার কালচার তৃণমূল নষ্ট করে দিচ্ছে।" অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চায়নি। তৃণমূল কংগ্রেসের নেতাদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। এমনকী যে ভিডিয়োটি ফেসবুকের পেজ থেকে আপলোড করা হয়েছে সেই ভিডিয়োটি বর্তমানে আর দেখা যাচ্ছে না।