TMC Clash in Raina তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রায়না, অভিযোগ অস্বীকার শাসক দলের - twp groups of tmc clashed in raina
তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা গ্রাম পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেসের কর্মী গোলাম মোস্তাফাকে রাস্তায় ফেলে লাঠি বাঁশ টাঙি শাবল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । তবে স্থানীয় নেতৃত্বের দাবি দলে কোনও কোন্দল নেই (TMC clash in Raina of east burdwan ) ।
রায়না, ১৭ আগস্ট : তৃণমূল কংগ্রেসের 'গোষ্ঠী সংঘর্ষে' উত্তপ্ত হয়ে উঠলো রায়নার হিজলনা গ্রাম পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেসের কর্মী গোলাম মোস্তাফাকে রাস্তায় ফেলে লাঠি বাঁশ টাঙি শাবল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় মঙ্গলবার রাতে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করা হয়েছে (TMC clash in Raina of east burdwan)। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে রায়নার হিজলনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কর্মী গোলাম মোস্তাফা কাজ সেরে রাতে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন। রায়নার বেলসর ও জ্যোতসাদি গ্রামের মাঝে একটা চায়ের দোকান আছে সেখানে ছয় থেকে সাতজন অতর্কিতে লাঠি রড শাবল দিয়ে তার উপরে হামলা চালায়। যারা আক্রমণ করেছে তারা সকলেই অঘোষিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দাবি তৃণমূল কংগ্রেসের।