বর্ধমান, 1 অগস্ট: নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা নিয়ে কেউ অযথা আতঙ্কিত হবেন না । যাঁরা মারা গিয়েছেন তাঁরা অসুস্থ ছিলেন ৷ তবে তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে ও সোমবার সকালে দু'জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে একজন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা, অন্যজন দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা । তবে তাঁরা অন্য রোগে আক্রান্ত ছিলেন । পরে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে ।
ইতিমধ্যেই জেলায় আরও কয়েকজন করোনার উপসর্গ নিয়ে ভরতি হয়েছেন । যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ভাতারের বাসিন্দা 60 বছরের এক রোগী রয়েছেন । যিনি কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন । তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে । রবিবার সন্ধে নাগাদ তিনি মারা যান । অন্যদিকে, সোমবার সকাল নাগাদ 61 বছরের এক বৃদ্ধ মারা যান । তাঁর বাড়ি দেওয়ানদিঘি থানা এলাকায় । দিন কয়েক আগে তিনি অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভরতি হন । তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে । ডেথ সার্টিফিকেটে কার্ডিয়ো রেসপিরেটরি ফেলিওর ছাড়াও কোভিডের উল্লেখ রয়েছে ।
আরও পড়ুন:ডেঙ্গি-কনজাংটিভাইটিস বুঝবেন কীভাবে? রোগ নিরাময়ে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসক