পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামালপুরে আইনজীবী খুনে জড়িত একাধিকজন, সন্দেহ ফরেনসিক দলের - আইনজীবী খুন

ওই বাড়ি থেকে রক্তের নমুনা সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে । এছাড়া পাশের দেওয়াল থেকে পায়ের ছাপ মিলেছে ৷ যা দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, দুইয়ের অধিক ব্যক্তি ঘটনায় জড়িত থাকতে পারে ।

ঘটনাস্থানে ফরেনসিক টিম

By

Published : Oct 31, 2019, 7:59 AM IST

Updated : Oct 31, 2019, 8:09 AM IST

জামালপুর, 31 অক্টোবর : আইনজীবী মিতালি ঘোষের খুনের ঘটনার পিছনে কি রয়েছে মোটা টাকার LIC ? এটা ভাবাতে শুরু করেছে পুলিশকে । যদিও বিষয়টি নিয়ে পুলিশ বা পরিবারের কেউ মুখ খুলতে চাননি ।

গতকাল জামালপুরের আঝাপুরে মিতালি ঘোষের বাড়িতে তদন্তে আসে ফরেনসিক বিশেষজ্ঞ তীর্থঙ্কর রায়ের নেতৃত্বে একটি দল । দলটি ওই বাড়ি থেকে রক্তের নমুনা সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে । বাড়ির ছাদ ও আশপাশের এলাকা ঘুরে দেখতে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা দেখতে পান বাড়ির লাগোয়া অপর আরেকটি বাড়ি আছে । দুটি বাড়ির মাঝে একটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট উঁচু পাঁচিল দেওয়া আছে । এবং সহজেই সেই পাঁচিল ডিঙিয়ে এই বাড়িতে আসা কারও পক্ষে সহজ কাজ ।এমন কী ওই পাঁচিল থেকেও পায়ের ছাপ সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা । যেটা তাঁদের ভাবাচ্ছে ।

দেখুন ভিডিয়ো

পায়ের ছাপ সংগ্রহ করতে গিয়ে বিশেষজ্ঞ দলের অনুমান, দুই বা তিনজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে । ঘরের ভিতরে ঢুকে তারা বেশ কিছু ধস্তাধস্তির চিহ্ন পান । কোনও জায়গায় জিনিসপত্র বেশি লন্ডভন্ড করা ছিল । গতকাল বাড়িতে থাকা একটা বাক্সের তালা ভেঙে একটি হীরার লকেট ও বেশ কিছু সোনাদানা পাওয়া যায় । তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তের কাজ আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।

মৃত মহিলার এক আত্মীয় পুলিশকে জানানোর চেষ্টা করেন, মিতালি ঘোষের মোটা অঙ্কের টাকার জীবনবীমা করা ছিল । পরে তিনি চুপ করে গিয়ে পুলিশকে বিষয়টি পরে জানানোর আশ্বাস দিয়েছেন ।

ফরেনসিক বিশেষজ্ঞ তীর্থঙ্কর রায় বলেন, ওই বাড়ি থেকে রক্তের নমুনা সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে । এছাড়া পাশের দেওয়াল থেকে পায়ের ছাপ মিলেছে ৷ যা দেখে অনুমান দুইয়ের অধিক ব্যক্তি ঘটনায় জড়িত থাকতে পারে । তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে ।

এদিকে, মহিলা আইনজীবী খুনে আজ রাজ্যের সব আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে বার কাউন্সিল ৷

Last Updated : Oct 31, 2019, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details