পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্মশানে ঠাঁই দুই পরিযায়ীর - পূর্ব বর্ধমান কোরোনা

পূর্ব বর্ধমানের আউশগ্রামে ভিন রাজ্য থেকে ফেরায় দুই পরিযায়ী শ্রমিকের ঠাঁই হল শ্মশান ঘরে। পরে, প্রশাসনের তরফে তাঁদের কোয়ারানটাইন সেন্টারে পাঠানো হয়।

Purba Bardhaman  migrants
শ্মশানে ঠাঁই দুই পরিযায়ী শ্রমিকেরা

By

Published : Jun 1, 2020, 6:50 PM IST

Updated : Jun 3, 2020, 6:00 PM IST

পূর্ব বর্ধমান, 1 জুন: ভিন রাজ্য থেকে ফেরায় শ্মশানে ঠাঁই হল দুই পরিযায়ী শ্রমিকের। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের বাহাদুরপুর গ্রামের ঘটনা। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, খবর পাওয়ার পরই দুই পরিযায়ী শ্রমিককে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই দুই পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে ফেরেন। এরপর বর্ধমানের কৃষি খামারে কোয়ারানটিন সেন্টারে চারদিন ছিলেন তাঁরা। সেখানে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসায় গ্রামের কোয়ারানটিন সেন্টারে পাঠায় স্থানীয় প্রশাসন। অভিযোগ গ্রামের স্কুলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। ভিন রাজ্য থেকে আসায় গ্রামবাসীরা তাঁদের ঢুকতে দেয়নি। এরপরে বাধ্য হয়েই শ্মশান ঘরে ওই দুই শ্রমিক আশ্রয় নেয়।

পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী বলেন, “দুজন পরিযায়ী শ্রমিক শ্মশানে গেছেন এই খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্লক প্রশাসনের তরফে তাঁদের কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়।”

Last Updated : Jun 3, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details