রায়না, 16 ফেব্রুয়ারি: গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী এবং তাঁর বাবা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার শুকুর গ্রামে । আহত মৃগাঙ্ক সিং ও তাঁর বাবা বাদল সিংকে গভীর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত । রায়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Two injured including TMC worker in Shootout) ।
স্থানীয় ও তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃগাঙ্গ সিং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী । তাঁর নেতৃত্বে রায়না বিধানসভা কেন্দ্রে নতু অঞ্চলে তৃণমূল জয়লাভ করে । সেই সময় যারা বিজেপি করতো তারা পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । এরপর তারা এলাকা দখলের জন্য মৃগাঙ্কের সঙ্গে ঝামেলা শুরু করে । বুধবার দুপুরে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করা হয় । পরে তিনি রায়না থানায় অভিযোগ দায়ের করেন । রাতে মৃগাঙ্ক ও তাঁর বাবা বাদল সিং যখন ওষুধের দোকানে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়া হয় । মৃগাঙ্কর পায়ে একটা ও বাদলের পায়ে দুটো গুলি লাগে । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । যদিও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই কাজ বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে মানতে নারাজ গেরুয়া শিবির । বিজেপির উলটে দাবি, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ।
মৃগাঙ্কর স্ত্রী মুনমুন সিং জানান, তাঁর স্বামী বর্ধমান থেকে ফিরছিলেন ৷ বিকেলের দিকে ফেরার আগে কালী মন্দিরের ওখানে একজনের কাছে টাকা আনতে যান ৷ সাবমার্সিবলের টাকা পেতেন তিনি । সেই টাকা নিয়ে যখন ফিরছিলেন সেই সময় তিনজন তাঁকে আক্রমণ করে । তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কোনওরকমে বাড়ি ফিরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর চিকিৎসা করিয়ে বাড়ি আসেন। রাতে মৃগাঙ্ক ওষুধ কিনতে যান। সঙ্গে তাঁর বাবাও ছিল । সেই সময় ফের তাঁদের উপরে হামলা হয় । তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় ।