পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Worker Shot: রায়নায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী ও তাঁর বাবা - রায়নায় চলল গুলি

রায়নায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল ছয় রাউন্ডগুলি (Shootout at Raina) ৷ আহত তৃণমূল কর্মী ও তাঁর বাবা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

Shootout at Raina
গোষ্ঠীকোন্দল

By

Published : Feb 16, 2023, 6:19 PM IST

রায়নায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

রায়না, 16 ফেব্রুয়ারি: গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী এবং তাঁর বাবা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার শুকুর গ্রামে । আহত মৃগাঙ্ক সিং ও তাঁর বাবা বাদল সিংকে গভীর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত । রায়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Two injured including TMC worker in Shootout) ।

স্থানীয় ও তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃগাঙ্গ সিং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী । তাঁর নেতৃত্বে রায়না বিধানসভা কেন্দ্রে নতু অঞ্চলে তৃণমূল জয়লাভ করে । সেই সময় যারা বিজেপি করতো তারা পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । এরপর তারা এলাকা দখলের জন্য মৃগাঙ্কের সঙ্গে ঝামেলা শুরু করে । বুধবার দুপুরে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করা হয় । পরে তিনি রায়না থানায় অভিযোগ দায়ের করেন । রাতে মৃগাঙ্ক ও তাঁর বাবা বাদল সিং যখন ওষুধের দোকানে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়া হয় । মৃগাঙ্কর পায়ে একটা ও বাদলের পায়ে দুটো গুলি লাগে । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । যদিও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই কাজ বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে মানতে নারাজ গেরুয়া শিবির । বিজেপির উলটে দাবি, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ।

মৃগাঙ্কর স্ত্রী মুনমুন সিং জানান, তাঁর স্বামী বর্ধমান থেকে ফিরছিলেন ৷ বিকেলের দিকে ফেরার আগে কালী মন্দিরের ওখানে একজনের কাছে টাকা আনতে যান ৷ সাবমার্সিবলের টাকা পেতেন তিনি । সেই টাকা নিয়ে যখন ফিরছিলেন সেই সময় তিনজন তাঁকে আক্রমণ করে । তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কোনওরকমে বাড়ি ফিরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর চিকিৎসা করিয়ে বাড়ি আসেন। রাতে মৃগাঙ্ক ওষুধ কিনতে যান। সঙ্গে তাঁর বাবাও ছিল । সেই সময় ফের তাঁদের উপরে হামলা হয় । তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় ।

মুনমুন বলেন, "দুজনের পায়ে গুলি লাগে । সৌমেন রায়, তরুন রায় আর ধীমান কোনার গুলি ছোড়ে ৷ ওরা বিজেপি দলের সঙ্গে যুক্ত। আমার স্বামী তৃণমূল দলের হয়ে রাজনীতি করলেও কোন ঝামেলায় থাকে না । ক্ষমতা দখলের জন্যই এই ঘটনা । তাদের শাস্তি চাই ।" তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল জানান, বিধানসভা ভোটে সৌমেন রায়, তরুণ রায়েরা বিজেপি করছিলেন ৷ তাঁরা পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । আসলে এরা পঞ্চায়েতে ক্ষমতা দখলের জন্য এখন থেকে ঝামেলা শুরু করেছে । গতকাল দুপুর নাগাদ তাঁরা প্রথমে মৃগাঙ্কের উপরে হামলা চালায় ।

তৃণমূল নেতা বামদেব মণ্ডল বলেন, "মৃগাঙ্গ সিং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই দিয়েছিল । 16টা অঞ্চলের মধ্যে তার নেতৃত্বে 9টা অঞ্চল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে । সেই সময় যারা বিজেপি করতো তারাই আজ মৃগাঙ্গের উপরে গুলি চালিয়েছে । তারা এলাকাকে উত্তপ্ত করতে চাইছে । গতকাল দুপুরে প্রথমে অস্ত্র দিয়ে আঘাত করা হয় । থানায় অভিযোগ করার পরে ফের রাতে তাঁর উপরে হামলা হয় ।"

আরও পড়ুন:ফের মুর্শিদাবাদে দুষ্কৃতী তাণ্ডব, নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ABOUT THE AUTHOR

...view details