পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘন কুয়াশায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ভাতারে, আহত 20 - ঘন কুয়াশার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ভাতারে

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার বেলেন্ডা পুলের কাছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Two buses collided head-on due to fog at Bhatar
Two buses collided head-on due to fog at Bhatar

By

Published : Dec 10, 2020, 12:17 PM IST

ভাতার, 10 ডিসেম্বর: ঘন কুয়াশার জেরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটল। দুর্ঘটনায় 20জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা পুলের কাছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ।

স্থানীয় জানান, গত কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমানে ভোর থেকেই থাকছে ঘন কুয়াশা। যার জেরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও অন্য গাড়িগুলি সমস্যায় পড়ছে। বৃহস্পতিবার গত কয়েক দিনের চেয়েও বেশি কুয়াশা ছিল । বেলা বাড়লেও কুয়াশা কমেনি। এর ফলে রাস্তা দেখতে অসুবিধা হচ্ছিল গাড়ির চালকদের। এই দিন বর্ধমান থেকে কাটোয়াগামী একটা বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ।

বাসের পিছনে ছিল একটি ছোট ট্রাক। দুটি বাসের সংঘর্ষের পর সেই গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। ঘটনায় 20জন আহত হন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details