ভাতার, 28 জুন: শৌচকর্মের সময় সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়েছিল টাকার বান্ডিল( Two brothers died after falling into a septic tank)৷ সেই টাকা তুলতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের । এই দুর্ঘটনাটি ঘটেছে কেরলে ৷ মৃত দু'জন পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা । দুই ভাইয়ের মৃত্যুর খবর বাড়ির লোকজনের কাছে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমেছে ।
Died into Falling Septic Tank: শৌচকর্মে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ল টাকার বান্ডিল, তুলতে নেমে মৃত দুই ভাই - সেপটিক ট্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের
সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া টাকার বান্ডিল তুলতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের(Died into Falling Septic Tank)৷ ঘটনাটি ঘটেছে কেরালা ৷ মৃত দু'জন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা ৷
মৃত দুই ভাইয়ের নাম আলকাস শেখ (32) ও আশরাফুল শেখ (29) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলকাস ও আশরাফুল দুই ভাই রাজমিস্ত্রির কাজ করার জন্য কেরলে গিয়েছিলেন । সেখানে দাদা সঞ্জীব শেখের বাড়িতে তাঁরা থাকতেন । শৌচকর্ম করতে যাওয়ার সময় পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায় । তখন ঢাকনা খুলে আলকাস চেম্বারে টাকা উদ্ধার করার জন্য নেমে পড়েন । সেই টাকা উদ্ধারের পর মই দিয়ে উঠতে যাওয়ার সময় চেম্বারের মধ্যে পড়ে যান আলকাস । তাঁকে উদ্ধার করতে গিয়ে চেম্বারে পড়ে যান আশরাফুলও । সেই সময় সঞ্জীব তাদের বাঁচানোর জন্য নামতে গেলে স্থানীয়রা তাঁকে নামতে বাধা দেয় । খবর পেয়ে দমকল ও পুলিশ দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে দু'জনকেই মৃত বলে ঘোষণা করা হয় ।
আরও পড়ুন :সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত দুই, আহত দুই