মেমারি, 1 জুলাই : দুই বাইক চোরকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে দশটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে ।
মেমারিতে 2 মোটর সাইকেল চোর গ্রেপ্তার - ধৃত দুই কুখ্যাত বাইক চোর
একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল মেমারি পুলিশ ।
![মেমারিতে 2 মোটর সাইকেল চোর গ্রেপ্তার big success of memory police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7839552-thumbnail-3x2-bwn.jpg)
26 জুন মোটরবাইক চোর সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ । ধৃতদের মধ্যে একজনের নাম উত্তম । বাড়ি মেমারি থানার কাঁটাপুর এলাকায় ৷ আর একজনের নাম কবিরুল । তার বাড়ি হুগলির সিমলাগড় এলাকায় । ধৃতদের কাছ থেকে প্রথমে চারটি চোরাই বাইক উদ্ধার করা হয় । বর্ধমান আদালতে পেশ করে তাদের হেপাজতে নেয় পুলিশ । এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ।
পুলিশের জেরায় তারা আরও বাইক চুরির কথা স্বীকার করে নেয় । তারপরই বিভিন্ন জায়গা থেকে আরও ছটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে পুলিশ । এর সঙ্গে আর কারা যুক্ত আছে ? শুধু কি মেমারি না গোটা জেলা না রাজ্য জুড়ে এদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ? তা খতিয়ে দেখছে পুলিশ ।