পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নববর্ষের রাতে অনলাইনে বুকিং করে মদ বিক্রির অভিযোগ বর্ধমানে - liquor shop closed due to lockdown

নববর্ষের রাতে অনলাইন বুকিংয়ের মাধ্যমে মদ বিক্রি হচ্ছিল । পূর্ব বর্ধমানের ঘটনা ।

arrest
গ্রেপ্তার

By

Published : Apr 15, 2020, 1:25 PM IST

Updated : Apr 15, 2020, 7:06 PM IST

বর্ধমান, 15 এপ্রিল : সরকারি নির্দেশ না মেনে অনলাইনে বুকিং নিয়ে মদ বিক্রির অভিযোগ উঠল বর্ধমানে । গতকাল সন্ধেয় তেলিপুকুর এবং উল্লাস মোড় এলাকায় অনলাইনে ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয় বলে অভিযোগ । অন্যদিকে নিয়ম না মেনে মদ বিক্রির অভিযোগে একটি দোকানের মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ ।

কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশে জারি রয়েছে লকডাউন । অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্যান্য পণ্যের দোকান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । এই অবস্থায় সমস্যায় রয়েছেন মদ্যপরা । কারণ বাজারে মদ মিলছে না । প্রশাসনিকভাবে জানানো হয়েছে, অনলাইনে বুকিং নিয়ে কিংবা অফলাইনে কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না । এদিকে গতকাল সন্ধে থেকে পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি এলাকায় মদের অনলাইনে বুকিং চালু হয় । তারপর মদ পৌঁছে দিয়ে আসা হয় গন্তব্যে । অনলাইনে দেওয়া নম্বরে ফোন করেন অনেকে । শেষের দিকে কয়েকজনকে জানিয়ে দেওয়া হয়, স্টক শেষ । আজ থেকে আবার ফোনে বুকিং করার জন্য বলা হয় ।

এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে পুলিশের নজর এড়িয়ে অনলাইনে মদ বিক্রি চলছে ? জেলা শাসক বিজয় ভারতী বলেন, "শুধু জেলা নয়, রাজ্যের কোনও জায়গাতেই অনলাইন মদ বিক্রির নির্দেশ দেওয়া হয়নি । কেউ অফলাইনেও মদ বিক্রি করতে পারবেন না । অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Last Updated : Apr 15, 2020, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details