কালনা, 22 জানুয়ারি : বাড়ির সামনে থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । মৃত যুবকের নাম হরিহর আচার্য । তাঁর বাড়ি কালনার নান্দাই পূর্বপাড়া এলাকায় । পরিবারের অভিযোগ, হরিহরকে খুন করা হয়েছে (Kalna Murder Case) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বপাড়া এলাকায় সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে তাঁত বোনার কাজ করত ওই যুবক । সেই কাজ করার সময়ই ওই ব্যক্তির স্ত্রী'র সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে । গতকাল রাতে ওই মহিলার স্বামী হরিহরকে মারধর করে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় । আজ সকালের দিকে তাঁকে বাড়ির সামনে থেকে উদ্ধার করে পরিবারের লোকজন । কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয় বিশ্বাস ও তাঁর স্ত্রীকে আটক করেছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।