পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bardhaman Road Accident: জাতীয় সড়কে ঘন কুয়াশা, দাঁড়িয়ে থাকা ট্রাকে এসে ধাক্কা অন্য দুই ট্রাকের

ঘন কুয়াশায় ঢাকা জাতীয় সড়ক ৷ সিগন্যাল দেখতে না-পেয়ে থমকে গেল ট্রাক ৷ দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা অন্য দুই ট্রাকের (Truck accident in Bardhaman) ৷

Bardhaman Road Accident
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক

By

Published : Feb 8, 2023, 6:08 PM IST

বর্ধমান, 8 ফেব্রুয়ারি: ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাব ৷ সিগন্যাল দেখতে না-পেয়ে মাঝ রাস্তায় থেমে গিয়েছিল একটি ট্রাক (Accident at National Highway) ৷ তাতেই ঘটল বিপত্তি ৷ থেমে যাওয়া ট্রাকটিকে দেখতে না-পাওয়ায় পিছন থেকে অন্য দু‘টি ট্রাক ধাক্কা দিল প্রথম ট্রাকটিকে ৷ বুধবার সকালে পূর্ব বর্ধমানের উল্লাসের কাছে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও দুর্ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷

এদিন সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে (Bardhaman News)। ফলত ব্যাপক সমস্যায় পড়েন গাড়ি চালকেরা। এদিন সকাল কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার যাওয়ার পথে 2 নম্বর জাতীয় সড়কের কাছে সিগন্যাল দেখতে না-পেয়ে একটি ট্রাক দাঁড়িয়ে পড়ে । সেই সময়েই পিছন দিক থেকে আসছিল আরও দু‘টি ট্রাক ৷ সামনের ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় পিছনের দু‘টি ট্রাক এসে সামনের ট্রাকটিকে ধাক্কা মারে ৷ তিনটি ট্রাকের ক্ষয়ক্ষতি হলে চালক ও কোনও ব্যক্তি হতাহত হয়নি ৷ তবে পিছনের ট্রাক দু‘টির সামনের অংশ ভেঙে দুমড়ে গিয়েছে । তিনটি ট্রাকের ধাক্কার জেরে বিকট শব্দ হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকাবাসী ও ট্রাফিক পুলিশ ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ।

আরও পড়ুন:বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলা ইএসআই কর্মীর

গাড়ির ড্রাইভার রামসেবক বর্মা বলেন, "ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কে গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল । কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছিলাম । উল্লাস মোড়ে সামনের একটা ট্রাক হঠাৎ করে ব্রেক কষে । এরপরে পিছনের ট্রাকটা সামনের ট্রাককে ধাক্কা মারে । তৃতীয় ট্রাকটি এসে ধাক্কা মারে দ্বিতীয় ট্রাকটিকে। ঘন কুয়াশার কারণে সিগন্যাল দেখা যায়নি। ফলে এই ঘটনা ঘটেছে ।" পুলিশ জানিয়েছে, এদিন তিনটে ট্রাকে ধাক্কা লাগার ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ড্রাইভারদের অল্প বিস্তর চোট লাগে। কুয়াশার কারণে সিগন্যাল দেখতে না-পাওয়াতেই এই বিপত্তি ঘটেছে।

ABOUT THE AUTHOR

...view details