বর্ধমান, 8 ফেব্রুয়ারি: ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাব ৷ সিগন্যাল দেখতে না-পেয়ে মাঝ রাস্তায় থেমে গিয়েছিল একটি ট্রাক (Accident at National Highway) ৷ তাতেই ঘটল বিপত্তি ৷ থেমে যাওয়া ট্রাকটিকে দেখতে না-পাওয়ায় পিছন থেকে অন্য দু‘টি ট্রাক ধাক্কা দিল প্রথম ট্রাকটিকে ৷ বুধবার সকালে পূর্ব বর্ধমানের উল্লাসের কাছে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও দুর্ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷
এদিন সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে (Bardhaman News)। ফলত ব্যাপক সমস্যায় পড়েন গাড়ি চালকেরা। এদিন সকাল কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার যাওয়ার পথে 2 নম্বর জাতীয় সড়কের কাছে সিগন্যাল দেখতে না-পেয়ে একটি ট্রাক দাঁড়িয়ে পড়ে । সেই সময়েই পিছন দিক থেকে আসছিল আরও দু‘টি ট্রাক ৷ সামনের ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় পিছনের দু‘টি ট্রাক এসে সামনের ট্রাকটিকে ধাক্কা মারে ৷ তিনটি ট্রাকের ক্ষয়ক্ষতি হলে চালক ও কোনও ব্যক্তি হতাহত হয়নি ৷ তবে পিছনের ট্রাক দু‘টির সামনের অংশ ভেঙে দুমড়ে গিয়েছে । তিনটি ট্রাকের ধাক্কার জেরে বিকট শব্দ হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকাবাসী ও ট্রাফিক পুলিশ ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ।