বর্ধমান, 6 নভেম্বর: একদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে পূর্ব বর্ধমান জেলায় বিজেপির কোনও সংগঠন নেই । তারা কোনও সভায় লোক ভরানোর জন্য ভিন জেলা থেকে গাড়ি করে লোক আনে । অথচ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই বিজেপির বিরুদ্ধেই গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে প্রচার করতে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস । বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের বার্তা থেকেই পরিষ্কার, তারা যতই বলুক বিজেপির সংগঠন নেই ৷ তারা কিন্তু বিজেপিকে ভয় পেয়েছে ।
বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক তৃণমূল কংগ্রেসের খোকন দাস বলেন, ‘‘বিরোধীরা বারবার করেই বলছে যে 100 দিনের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, আবার বলছে আমাদের ঘরের টাকা নিয়েও নাকি দুর্নীতি হয়েছে । অথচ একটা দুর্নীতিও প্রমাণ করতে পারছে না । আমাদের নেতাগুলোকে জেলে ভরে দিচ্ছে । এটাকে তারা ইস্যু করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে । কিন্তু আমরা জানি বাংলার মানুষ এত সহজে বিভ্রান্ত হবে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা আছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের গ্রামবাংলায় প্রচার করে বলতে হবে ৷ বিরোধীরা কী খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের আলাদা করে আন্দোলন করতে হবে । দলকে আমাদের মজবুত করতে হবে । সামনেই লোকসভা নির্বাচন । সেই নির্বাচনের আগে আমাদের প্রতিটা কর্মীকে প্রতিটা মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে । সেই জন্য কালীপুজোর সময় থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে হবে ।’’
ওই তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘‘দলকে আমাদের মজবুত করতে হবে । বিরোধীরা বিভিন্ন জায়গায় সভা করছে । তাদের সঙ্গে কোনও মানুষ নেই । বাইরে জেলা থেকে লোক এনে তাদের সভা করতে হচ্ছে । তাদের কোনও ইস্যু নেই, বাংলার মানুষের কাছে । আসলে তারা জানে যে ক্ষমতায় আসতে পারবে না । তাই তারা কোনও প্রতিশ্রুতি দেয় না । বাংলায় যে কাজ হচ্ছে, সব কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।’’