দেওয়ানদিঘি, ২৫ ফেব্রুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগে সশস্ত্র অবস্থায় থানা ঘেরাও করল আদিবাসীরা।পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের ঘটনা। দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। ঘেরাও করা হয় দেওয়ানদিঘি থানা। অন্যদিকে, ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে দু'জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা অধরা।
বর্ধমানে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে অস্ত্র নিয়ে থানা ঘেরাও - burdwan
যুবতিকে গণধর্ষণ। দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে বিক্ষোভ আদিবাসীদের।
থানা ঘেরাও আদিবাসীদের
আজ দুপুরে জিয়াড়া গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন প্রায় দেড় কিলোমিটার রাস্তা মিছিল করে আসেন দেওয়ানদিঘি থানায়। শুরু করেন থানা ঘেরাও।