পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিষাসুরের পুজো করে দাঁসাই পরব পালন আদিবাসীদের - মহিষাসুরের আরাধনা হয় দাঁসাই পরবে

রাজ্যপাট হারিয়ে নারীর ছদ্মবেশে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মহিষাসুর । জীবনযাপনের জন্য তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন । সেই ঘটনাকে স্মরণ করে দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে দাঁসাই পরব পালন করে আদিবাসীরা ।

দাঁসাই পরব

By

Published : Oct 8, 2019, 6:57 PM IST

আউশগ্রাম, 8 অক্টোবর : বছরের চারটে দিন যখন বাঙালিরা দুর্গাপুজোয় মেতে ওঠে তখন আদিবাসী সম্প্রদায়ের একাংশ মহিষাসুরকে পুজো করে তাঁর মৃত্যুর জন্য শোক পালন করে । এই শোকপালনই দাঁসাই পরব নামে পরিচিত । এবছরও পূর্ব বর্ধমানের আউশগ্রামে পালিত হল এই পরব ।

আউশগ্রামের আদিবাসী সম্প্রদায়ের মতে, মহিষাসুরই প্রকৃত রাজা বা প্রকৃত শাসক ছিলেন । কিন্তু যুদ্ধে এক বিদেশী আর্য নারীর কাছে পরাজিত হয়ে রাজ্যপাট হারান তিনি । এই বিষয়টিকে আদিবাসীরা 'হুদুড়দুর্গা ঘোড়াসুর' বলে থাকেন ।

আদিবাসীদের মধ্যে কথিত রয়েছে, রাজ্যপাট হারিয়ে নারীর ছদ্মবেশে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মহিষাসুর । ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন । সেই ঘটনাকে স্মরণ করে দুর্গাপুজোর তিনদিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে দুর্গা তথা আর্যদের বিরুদ্ধে 'দুঃখ দশাই দাড়াঞ' পালন করে আউশগ্রামের এই আদিবাসী সম্প্রদায় । যা দাঁসাই পরব নামে পরিচিত ।

দাঁসাই পরবের মূল আকর্ষণ কাঠি নাচ । স্ত্রীলোকের ছদ্মবেশে রাজা মহিষাসুরের ভিক্ষাবৃত্তি হল এই নাচের বিষয়বস্তু । আদিবাসীদের মধ্যে মূলত, কুড়মি, কোবিলা, সহিস ও মুদি সম্প্রদায় এই উৎসবে অংশ নেয় । পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলাতেই আদিবাসীদের মধ্যে এই উৎসবের প্রচলন রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details