শক্তিগড়, 12 এপ্রিল:রাজু ঝা খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ঝালমুড়ি বিক্রেতা আবু জিয়া শেখ । চোখের সামনে এইভাবে গুলি চালানো দেখার পরে আতঙ্কে কেঁপে ওঠেন তিনি । কোনও রকমে ওই দিন তিনি বাড়ি ফেরেন । তিনি নিজে একজন হার্টের রোগী । দিন কয়েক পরে তাঁর বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে যাওয়ার কথা আছে । সে দিনের কথা ভাবলে আজও তাঁর বুক কাঁপে । আতঙ্কে তারপর থেকে আজও তিনি ঝালমুড়ি বিক্রি করতে যেতে পারেননি ।
এ দিন আবু জিয়া শেখ বলেন, সে দিন ছিল শনিবার । সন্ধে সাতটা নাগাদ ঝালমুড়ি প্রায় শেষ হয়ে গিয়েছিল । এমনিতেই রোজা চলছে ৷ ফলে বিক্রি শেষ হলেই বাড়ি ফেরার তাড়া থাকে তাঁর । কাজ প্রায় শেষ করে সামনের একটা ডাস্টবিনে সবজির খোসা ফেলতে গিয়েছিলেন তিনি । সেই সময় একটা সাদা গাড়ি এসে দাঁড়ায় । গাড়ি থেকে একজন নেমে এসে একঠোঙা ঝালমুড়ি চান । ঝালমুড়ি নেওয়ার মিনিট খানেক পরে আরও এক ঠোঙা মুড়ি চান তিনি । তার দু-এক মিনিটের মধ্যে তিনি আরও এক ঠোঙা মুড়ি নিয়ে যান । মনে মনে বিরক্ত হলেও ফের ঝালমুড়ি বানিয়ে দেন আবু জিয়া শেখ ।
এরপরেই হঠাৎ গুলির শব্দ শোনা যায় । চোখের সামনে জিয়া শেখ দেখেন, দুই দুষ্কৃতী গুলি ছুড়তে শুরু করেছে । ভয়ে তাঁর হাড়হিম হয়ে যায় ৷ গলা থেকে কোনও আওয়াজ বেরচ্ছিল না ৷ এ দিকে ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় । রাস্তায় প্রচুর মানুষ ছুটে আসে । ভয়ে ভয়ে বাড়ি ফেরেন আবু জিয়া শেখ । কিন্তু আজও আতঙ্ক কাটেনি তাঁর ।
তিনি জানিয়েছেন, তাঁর হার্টের সমস্যা রয়েছে । কিছুদিন পরে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে যাওয়ার কথা আছে তাঁর । এ দিকে এই ঘটনা চোখের সামনে ঘটায় সেই আতঙ্ক তাঁর পিছু ছাড়ছে না ।