পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওভারহেড মেরামতির জন্য সংক্ষিপ্ত হবে বর্ধমান-কাটোয়া লোকালের যাত্রা - burdwan local train line

বর্ধমান বিভাগের সিঙ্গল লাইন সেকশনে ওভারহেড তারের মেরামতির কাজ চলবে দু'দিন । এর জেরে কাটোয়া ও শ্রীপট শ্রীখণ্ড স্টেশনের মধ্যে সকাল 11 টা থেকে বিকেল সাড়ে 4টে পর্যন্ত ট্রেন চলাচলে পরিবর্তন করা হবে ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 5, 2019, 5:17 AM IST

কাটোয়া, 5 জুলাই : বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে বর্ধমান বিভাগের সিঙ্গল লাইন সেকশনে কাটোয়া ও শ্রীখণ্ড স্টেশনের মধ্যে ওভারহেড তারের মেরামতির কাজ চলবে । এর জেরে আজ ও আগামীকাল ট্রেন চলাচলে কিছু পরিবর্তন হবে ।

কাটোয়া ও শ্রীপট শ্রীখণ্ড স্টেশনের মধ্যে সকাল 11 টা থেকে বিকেল সাড়ে 4টে পর্যন্ত ট্রেন চলাচলে পরিবর্তন করা হবে । দু'দিনের জন্য 35017 আপ বর্ধমান-কাটোয়া লোকলটির শ্রীপট শ্রীখণ্ড স্টেশন পর্যন্ত চলবে । ডাউন ট্রেনটি শ্রীপট শ্রীখণ্ড থেকে আবার যাত্রা শুরু করবে ।

ABOUT THE AUTHOR

...view details