বর্ধমান, 9 ডিসেম্বর: পুলিশের পোশাক পরে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । বৃহস্পতিবারের এই সংবর্ধনার ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে শো-কজ করা হয়েছে । খাগড়াগড় যুব সংঘ ও খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেঙ্গু নিয়ে সচেতন করতে এলাকার মানুষদের মশারি বিতরণ করা হয় । মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর-সহ অন্যান্যরা । সেই মঞ্চে পুলিশের পোশাক পরে উপস্থিত ছিলেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । তাঁকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।
এদিন সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক । বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে সরব হয় । বিজেপির অভিযোগ, পুলিশ যে শাসকদলের অনুগত হয়ে কাজ করছে এবার সেটা প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে । এতে পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাচ্ছে । পুলিশের উচিত নিরপেক্ষ থাকা । যদিও তৃণমূলের বক্তব্য, অনুষ্ঠানটি ক্লাবের তরফে ছিল ৷ কোনও দলীয় অনুষ্ঠান ছিল না ৷