পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toto driver son ranks 10th in Madhyamik: বাবা টোটোচালক, অনটনেও অবিচল সৌনক মাধ্যমিকে দশম; স্বপ্ন ডাক্তারির পর আইএএস - মাধ্যমিকের ফলাফল

বাবা টোটোচালক ৷ তবে অভাব অনটনেও অবিচল বর্ধমানের সৌনক বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকে দশম হয়েছে ৷ তার স্বপ্ন প্রথমে ডাক্তারি, তারপর আইএএস হওয়া (Toto driver son ranks 10th in Madhyamik)৷

Toto driver son ranks 10th on Madhyamik Examination 2022
বাবা টোটোচালক, অনটনেও অবিচল সৌনক মাধ্যমিকে দশম; স্বপ্ন ডাক্তারির পর আইএএস

By

Published : Jun 7, 2022, 5:27 PM IST

বর্ধমান, 6 জুন:পেশায় টোটোচালক বর্ধমানের কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় ৷ ছোট থেকেই মেধাবী ছেলেকে ইচ্ছে ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ানোর ৷ তবে সেই স্বপ্ন পূরণ হয়নি ৷ তাই বর্ধমান শহরের নাম করা সিএমএস হাইস্কুলেই ছেলেকে ভর্তি করেছিলেন (Toto driver son ranks 10th in Madhyamik)৷ অভাব অনটনের কারণে ছেলের পড়াশোনায় যাতে কোনও খামতি না আসে, সে জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন কৃষ্ণগোপাল ৷ তার ফলও পেয়েছেন হাতেনাতে ৷ এ বছর মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে তাঁর ছেলে সৌনক (Madhyamik Result 2022)৷

সংসারের কঠিন পরিস্থিতিতেও ছেলের পড়াশোনায় আঁচ পড়তে দেননি কৃষ্ণগোপাল ও তাঁর স্ত্রী করবী ৷ মাধ্যমিকে দশম হয়েছে তাঁদের ছেলে সৌনক (Madhyamik merit list 2022)৷ এরপরেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সৌনককে সেখানে ভর্তি হওয়ার প্রস্তাব দেওয়া হয় । সৌনকের পরিবার অবশ্য চাইছে, যে স্কুলের হাত ধরে সৌনক জীবনের লক্ষ্যে এগিয়ে চলেছে সেই সিএমএস হাইস্কুলেই সে একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে । এখন তার জীবনের প্রথম লক্ষ্য এমবিবিএস পাশ করে চিকিৎসক হওয়া । তারপরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস হয়ে দেশ চালানোর স্বপ্ন দেখে সৌনক ।

বর্ধমান শহরের আলমগঞ্জ মোটা শিবতলা এলাকার বাসিন্দা সৌনক (Madhyamik topper)। লকডাউনের সময় কাজ না থাকায় চরম আর্থিক দূরবস্থার মধ্যে পড়েছিল তারা । ছোট থেকে সৌনকের মেধা দেখে অনেক শিক্ষকই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না সৌনকের । বাঁধাধরা কোনও রুটিন মেনে সে পড়াশোনা করেনি । অবসর সময় তার কাটে ফেলুদা পড়ে, মাউথ অর্গান বাজিয়ে । এ ছাড়া আছে দেশ-বিদেশের কয়েন ও পুরোনো কয়েন জমানোর নেশা । তার এখন জীবনের দুটো লক্ষ্য । মায়ের ইচ্ছে পূরণ করে সে প্রথমে এমবিবিএস পাশ করে চিকিৎসক হতে চায় । সেই সঙ্গে বাবার ইচ্ছে পূরণ করতে সে আইএএস-ও হতে চায় । সেই লক্ষ্যেই সে এগিয়ে চলেছে ।

আরও পড়ুন:Madhyamik Result 2022 : মাঠের কাজের ফাঁকে পড়াশোনা করে বাজিমাৎ বাঁকুড়ার ছেলের

সৌনকের বাবার কথায়, "আমি টোটো চালাই । সংসারে অভাব অনটন লেগেই আছে । লকডাউনের জেরে আরও সমস্যায় পড়ে যাই । ছেলেকে সেই অর্থে টিউশন দিতে পারিনি । ছেলেকে একটাই কথা বুঝিয়েছি টাকা-পয়সা পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না ।"

সৌনকের মা করবী বললেন, ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে জেলা পরিষদের সভাধিপতি, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন । তাঁরা জানিয়েছেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না ৷

মাধ্যমিকে দশম সৌনক

কীভাবে এল এই সাফল্য ? দশম স্থানাধিকারী সৌনকের কথায়, "আশা করেছিলাম 688 থেকে 690 নম্বর পাব । তিন-চার নম্বর কম হয়ে গিয়েছে । বাঁধাধরা পড়াশোনা করার রুটিন ছিল না । তবে পড়তে খুব ভালো লাগত । পারিবারিক অনটন আছে । কিন্তু সেই অভাব বাবা-মা বুঝতে দেননি । যাদের আর্থিক অবস্থা খারাপ, সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশে বলতে চাই, খালি পেট থাকুক অসুবিধা নেই । কিন্তু মনপ্রাণ দিয়ে পড়াশোনা করো ।"

ABOUT THE AUTHOR

...view details