পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

University of Burdwan: মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি নিয়ে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ছাত্র সংসদ - বর্ধমান বিশ্ববিদ্যালয়

পোস্টার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার দাবিতে বিক্ষোভ দেখাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট ৷ এদিন বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের হিউম্যানিটিজ বিল্ডিংয়ের সামনে সোমবার বিক্ষোভ দেখাল তারা ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 9:33 PM IST

বর্ধমান, 11 সেপ্টেম্বর: রাজ্যপাল নয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য করা হোক মুখ্যমন্ত্রীকে ৷ এই দাবিকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের হিউম্যানিটিজ বিল্ডিংয়ের সামনে সোমবার বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার উত্তরবঙ্গ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে বিক্ষোভে সামিল হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও।

তাদের অভিযোগ, মনোনীত রাজ্যপাল যেভাবে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজকর্ম শুরু করেছেন তাতে শিক্ষাব্যবস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্র । তাই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তাঁরা লড়াইয়ে নেমেছেন । এদিন গোলাপবাগ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী বিক্ষোভে সামিল হয় । বিক্ষোভ সভা থেকে রাজ্যপালের মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় । পাশাপাশি তারা দাবি করে রাজ্যপাল যেভাবে একতরফা উপাচার্য নিয়োগ করেছেন সেটা ঠিক নয় । এ লড়াই শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর লড়াই ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র ছাত্র পরিষদের সহ-সভাপতি ঋতুপর্ণা সিনহা বলেন, "রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্র । তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই রাতারাতি উপাচার্য বসিয়ে দেওয়া হল একের পর এক বিশ্ববিদ্যালয়ে । এতে সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে গেল। শিক্ষায় গৈরিকীকরণ করার উদ্যোগ নেওয়ার প্রতিবাদ করা হয়। এই প্রতিবাদ করাকে রাজ্যপাল ভয় পাচ্ছে। এই লড়াই ছাত্রছাত্রীদের জন্য। তাই টিএমসিপি বিক্ষোভ শুরু করেছে ।"

বেশ কয়েকদিন ধরেই রাতারাতি একাধিক উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিষয়টি নয়া মাত্রা যোগ করে রাজভবনের সঙ্গে উচ্চশিক্ষা দফতরের সংঘাতে ৷ রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই নিয়োগ করায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ এরপরই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর পুরনো দাবি ফের জোরালো হয়েছে ৷ তৃণমূল ছাত্র পরিষদের তরফে আগেও এই দাবি উঠেছে ৷ যদিও মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল বিধানসভায় আটকে রয়েছে রাজ্যপাল তাতে সই না-করার কারণে ৷ তবে রাজ্যপালের এহেন কার্যকলাপ মোটেই ভালো চোখে দেখছে না রাজ্য সরকার ৷ এর আগে একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি সংগঠন মুখ্যমন্ত্রীকে আচার্য করার সপক্ষে রাস্তায় নামল ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার পক্ষে সওয়াল প্রাক্তন উপাচার্যদের

ABOUT THE AUTHOR

...view details