বর্ধমান, 1 সেপ্টেম্বর: মাঠে বসে এক যুবক মাদক সেবন করছেন । বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় । এসএফআই-এর দাবি, পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের চত্বরে বসে মাদক সেবন করছেন ওই যুবক । জানা গিয়েছে, মাদক সেবনকারী ওই যুবক হাটগোবিন্দপুর কলেজ ইউনিটের টিএমসিপির সাধারণ সম্পাদক ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটা ক্যাম্পাসে কালো জামা পড়ে এক যুবক মাদক সেবন করছেন । সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে যুবক মাদক সেবন করছেন তার নাম হিতেশ শেঠ । তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টে চিকু চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি লেখেন, "কলেজের ভিতরে গাঁজার আসর বসিয়েছে হাটগোবিন্দপুর কলেজের টিএমসিপি নেতা । কলেজের জিএস হিতেশ শেঠ । বোঝাই যাচ্ছে পড়াশোনার সংস্কৃতি কারা দিনের পর দিন নষ্ট করে আসছে । মিডিয়া তাদের মালকিনের ছানাপোনাদের আড়াল করে চলেছে । এবার কী বলবেন ?"
এবিভিপির দাবি, হাটগোবিন্দপুর কলেজের ছাত্রনেতা কলেজ ক্যাম্পাসে মাদক সেবন করছেন । সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে । আমরা দেখছি তৃণমূলের জমানায় কলেজগুলোতে পঠনপাঠন লাটে উঠেছে । বেশিরভাগ জায়গাতেই চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে । এই অবস্থায় কলেজের ক্যাম্পাসগুলো শাসকদলের দখলে থাকায় বহিরাগতদের দাপট বেড়েছে । কলেজ থেকে পাশ করে যাওয়া ছাত্ররা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে । ওইসব ছেলেদের হাত ধরে ক্যাম্পাসগুলোতে চলছে মাদক সেবন ।
Video Viral: কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড তৃণমূল ছাত্রনেতা - TMCP student leader consuming drugs in college
কলেজের ভিতরেই এক জায়গায় বসে মাদক সেবন করছেন কলেজ ইউনিটেরই তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই দল থেকে সাসপেন্ড হলেন ছাত্রনেতা ৷
Published : Sep 1, 2023, 10:18 PM IST
ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিয়ো পৌঁছেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য নেতাদের হাতে । পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিষয়টি জানার পরেই হিতেশ শেঠকে সংগঠনের পক্ষ থেকে সাসপেন্ড করেছে । এছাড়া কলেজ যাতে বিষয়টি নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন করা হয়েছে ।
সংগঠনের প্যাডে তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, বর্ধমানের হাটগোবিন্দপুর কলেজের বিএ ক্লাসের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা হিতেশ শেঠের অ্যান্টি সোশাল কাজকর্মের জন্য তাকে সাসপেন্ড করা হল । পাশাপাশি কলেজের পক্ষ থেকেও যাতে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন করা হয়েছে ।
আরও পড়ুন :বিরোধিতার নামে ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কাম্য নয়, ক্ষোভ প্রকাশ রাজন্যার