বর্ধমান, 1 মে: বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের সভা শুরুর আগে বাজ পড়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সামেদ মল্লিক (42)। তাঁর বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। আহত হয়েছেন অন্ততপক্ষে 50 জন ৷ তাঁদের প্রথমে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে 9 জনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্দাসের শাশপুর এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জনসভা করেন। তারই পালটা সভা হিসেবে রবিবার বিকালে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। সভার মূল বক্তা ছিলেন দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। সভা শুরুর আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ফলে অনেকেই পাশে থাকা একটা বটগাছের তলায় গিয়ে আশ্রয় নেন। এরমধ্যে প্রচণ্ড জোরে বাজ পড়ে। ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কমপক্ষে 50 জন। তাঁদের সকলকে প্রথমে ইন্দাস হাসপাতালে ভরতি করা হয়। পরে রাতের দিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 9 জনকে স্থানান্তরিত করা হয়।