পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানির টাকায় হয়েছে পার্টির মিটিং-সম্মেলন, স্বীকারোক্তি তৃণমূল কর্মীদের - Burdwan

নেতাদের নির্দেশেই কাটমানি নিয়েছেন । স্বীকারোক্তি আউশগ্রামের তৃণমূল কর্মীদের । তাদের আশ্বাস নেতারাই টাকা ফেরাবেন ।

আউশ গ্রাম

By

Published : Jul 16, 2019, 11:45 PM IST

আউশগ্রাম, 16 জুলাই : ঢোল বাজিয়ে বর্ধমানের গুসকরা-2 অঞ্চলের দিয়াশা গ্রামে প্রচার করা হয়েছিল কাটমানি ইশু নিয়ে গ্রামের ধর্মরাজতলায় সালিশি সভা করা হবে । সেই সালিশি সভা ঘিরে গ্রামবাসীদের মধ্যে সাজ সাজ রব পড়ে যায় । আজ সেই সালিশি সভায় তৃণমূলের কর্মীদের স্বীকারোক্তি, নেতাদের নির্দেশেই গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছিল । সেই টাকা তৃণমূলের মিটিং, মিছিল ও সম্মেলনে খরচ করা হয়েছে । ফলে তাদের পক্ষে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব নয় ।

দিয়াশা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ থেকে দশ হাজার টাকা করে গ্রামবাসীদের ভয় দেখিয়ে নেওয়া হয়েছিল । কিন্তু তারা কেউ ঘর পায়নি। এরপরে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, তারা সকলে একত্রিত হয়ে ওই সব তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে টাকা আদায় করবে ।

সেইমতো আজ দিয়ারা গ্রামের ধর্মরাজ তলায় গ্রামবাসীদের নিয়ে একটি সালিশি সভা ডাকা হয় । ওই সভায় তৃণমূল কর্মীদের আসতে বলা হয় । গ্রামবাসী তপসী সূত্রধর জানান, তিনবছর আগে তিনি তাঁর সোনার চেন বন্ধক দিয়ে 15 হাজার টাকা তৃণমূল নেতা বিনয় মণ্ডল, নোনা সেনগুপ্তদের হাতে তুলে দিয়েছিলেন । তাঁকে ঘর পাইয়ে দেওয়া হবে বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু তিনবছরে ঘর তো মেলেইনি, উলটে এখন টাকা নেওয়ার কথা অস্বীকার করছে ওই তৃণমূল নেতারা ।

আর এক গ্রামবাসী সমর ঘোষ জানান, জবকার্ড আটকে রাখা, আবাস যোজনা ঘর আটকে দেওয়া এমন কী টাকা না দিলে মহিলাদের সম্মানহানীর হুঁশিয়ারিও দিয়েছিল তৃণমূলের নেতা কর্মীরা । আজ সালিশি সভায় গ্রামের তৃণমূল কর্মীদের টাকা ফেরত দিতে বলে গ্রামবাসীরা । যদি তারা টাকা ফেরত না দেয় তাহলে তাদের জমি দখল করে নেওয়ার হুঁশিয়ারিও দেয় গ্রামবাসীরা ।

এদিকে গ্রামের তৃণমূল কর্মী বিনয় মণ্ডল জানান, উচ্চ নেতৃত্বের নির্দেশেই গ্রামবাসীদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেওয়া হয়েছিল । সেই টাকা আমাদের মিটিং, মিছিল ও সম্মেলনে খরচ করা হয়েছে । সেই টাকা ফেরত আমরা দিতে পারব না । গ্রামবাসীরা কী করবে তারা সিদ্ধান্ত নেবে । আমরা বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানাব । তারাই সিদ্ধান্ত নেবেন ।"

ABOUT THE AUTHOR

...view details