রায়না, 3 মে :ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে ৷ দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রায়না বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হতে শুরু করেন ৷ সেই সময়েই তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মারামারি শুরু হয় ৷ ঝামেলা মেটাতে যান গণেশ মালিক (60) নামে এলাকারই এক তৃণমূল কর্মী ৷ অভিযোগ, সেই সময় তাঁকে মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় ৷ ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয় গণেশকে ৷
গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷