পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়নায় রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্য়ু - সংঘর্ষ

ভোটের ফল ঘোষণা হওয়ার সময়েই তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ প্রাণ গেল প্রবীণ তৃণমূল কর্মীর ৷ পূর্ব বর্ধমানের রায়নার ঘটনায় উত্তেজনা ৷

wb_bwn_01_raina clash death_7204528
রায়নায় রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্য়ু

By

Published : May 3, 2021, 7:51 PM IST

রায়না, 3 মে :ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে ৷ দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রায়না বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হতে শুরু করেন ৷ সেই সময়েই তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মারামারি শুরু হয় ৷ ঝামেলা মেটাতে যান গণেশ মালিক (60) নামে এলাকারই এক তৃণমূল কর্মী ৷ অভিযোগ, সেই সময় তাঁকে মাটিতে ফেলে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় ৷ ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয় গণেশকে ৷

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

গণেশ মালিকের ছেলে জানিয়েছেন, রবিবার তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন ৷ সেই সময় বিজেপির কর্মীরা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে লাঠি, বাঁশ নিয়ে চড়াও হন ৷ সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন গণেশ ৷

আরও পড়ুন :হিংসার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি আলুওয়ালিয়ার

তৃণমূল কংগ্রেসের বর্ধমানের মুখপাত্র প্রসেনজিৎ দাস এপ্রসঙ্গে বলেন, ‘‘বিজেপি তাদের পরাজয় মেনে নিতে পারছে না ৷ সেই কারণে তারা ফের সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ৷ পুলিশের কাছে দোষীদের গ্রেফতার করার আবেদন জানিয়েছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details