পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে তৃণমূল কর্মীকে মারধর, অভিযুক্ত বিজেপি - BJP

গৌতম দে নামে ওই তৃণমূল কর্মী পেশায় অটোচালক। বৃহস্পতিবার বিকালে বড়নীলপুর বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে ফেরার সময় বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ।

tmc worker attacked at burdwan
তৃণমূল কর্মীকে মারধরে অভিযুক্ত বিজেপি, উত্তেজনা বর্ধমানে

By

Published : Dec 31, 2020, 9:10 PM IST

বর্ধমান, 31 ডিসেম্বর: তৃণমূল কর্মীকে মারধরের জেরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের বড় নীলপুর এলাকায় । অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হয়েছেন । নাম গৌতম দে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ ।

গৌতম দে নামে ওই তৃণমূল কর্মী পেশায় অটোচালক । বৃহস্পতিবার বিকেলে বড় নীলপুর বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে ফেরার সময় বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয় । মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া তাঁর টোটোয় ভাঙচুর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

দিনকয়েক আগে নীলপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে মারামারির জেরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। অন্যদিকে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। এদিন ওই তিন বিজেপি কর্মী জামিনে মুক্তি পায়। এরপরই ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন:তৃণমূলের অনুষ্ঠানে নাম বাদ পড়ল জিতেন্দ্র তিওয়ারির

জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বলেন, বিজেপি কর্মীরা তাঁদের এক কর্মীকে মারধর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই আহত কর্মীর চিকিৎসা চলছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামল রায় বলেন, কী ঘটনা ঘটেছে তাঁদের জানা নেই। তবে এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নেই। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।

ABOUT THE AUTHOR

...view details