পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল দলেরই একাংশ

তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ পঞ্চায়েতের সদস্যদের একাংশের ৷ পরে পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ ৷

TMC agitation
তৃণমূলের পরিচালিত পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল

By

Published : Aug 20, 2020, 9:07 PM IST

মেমারি, 20 অগাস্ট : টাকা নয় ছয় করার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল অন্য সদস্যরা ৷ বন্ধ ঘরে আটকে রইলেন পঞ্চায়েতের উপপ্রধানসহ কয়েকজন কর্মী ৷ তারপর বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা ৷ গতকাল পূর্ব বর্ধমান জেলার আমাদপুর গ্রাম পঞ্চায়েতে অফিসের ঘটনা ৷ খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ অফিসের তালা খুলে দেয় ৷ পুলিশের কাছে আশ্বাস পাওয়ার পরই বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ৷

তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, ওই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ বেশ কিছু সদস্যরা নিজেদের মতো পঞ্চায়েতের টাকা নয় ছয় করছে ৷ ফলে রাস্তাঘাট দিনের পর দিন খারাপ, পানীয় জলের সমস্যা রয়েই গেছে ৷ প্রধান ও উপপ্রধানকে একাধিকবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ এছাড়া গতকাল ওই অফিসে সদস্যদের নিয়ে বৈঠক করার কথা ছিল ৷ কিন্তু হঠাৎ উপপ্রধান জানান, প্রধান অসুস্থ হয়ে পড়ায় মিটিং বাতিল করা হয়েছে ৷ তা না কি জানানো হয়নি সদস্যদের একাংশকে ৷

এবিষয়ে পঞ্চায়েত সদস্য বাহামনি সোরেন বলেন, "আমার এলাকায় রাস্তাঘাট খারাপ ৷ প্রধানকে সেকথা বহু বার জানিয়েছি ৷ তাতেও লাভ হয়নি ৷ আমাদের মিটিংয়ে ডাকার পরেও মিটিং হয়নি ৷ পঞ্চায়েতে দুর্নীতি চলছে ৷ তাই গ্রামের মানুষ সকলে একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছিলাম ৷ "

অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান রূপা মিত্র বলেন, মিটিং ছিল ৷ কিন্তু প্রধান অসুস্থ হয়ে পড়ায় মিটিং বাতিল করা হয় ৷ সে কথা সকল সদস্যদের তাড়াহুড়ো করে জানানো সম্ভব হয়নি ৷ তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর লোকেরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় ৷ আমরা ভিতরে আটকে পড়ি ৷ পরে পুলিশ এসে তালা খুলে আমাদের উদ্ধার করে ৷"

ABOUT THE AUTHOR

...view details