মেমারি, 1 মে : সংখ্যালঘুদের নিয়ে ‘চু কিতকিত’ খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (TMC Playing With Emotions of Minority Community Says Charles Nandi) ৷ অভিযোগ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীর ৷ এই ধরনের মানসিকতা নিয়ে কখনওই সরকার পরিচালনা করা যায় না বলে দাবি করেন তিনি ৷ পূর্ব বর্ধমানের মেমারিতে একটি ইফতার পার্টিতে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন চার্লস নন্দী ৷
বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে মেমারিতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় ৷ সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ইফতার পার্টি (Iftar Party) নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন সরকার রাজ্যে সংখ্যালঘুদের জন্য কিছুই করেননি ৷ ইফতার পার্টি নিয়ে কেবলই রাজনীতি করেন মমতা ৷ প্রসঙ্গত, প্রতি বছর রমজান মাসে পার্ক সার্কাসে ইফতার পার্টিতে অংশ নেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Ballygunge Bypoll result : বালিগঞ্জে ঘাসফুলের জয়ে অস্বস্তির কাঁটা ভোট শতাংশ, কমছে সংখ্যালঘু সমর্থন ?