রায়না(পূর্ব বর্ধমান),14 ডিসেম্বর: তৃণমূল উপপ্রধানের চারতলা বাড়ি থাকা সত্ত্বেও তাঁর নাম রয়েছে আবাস যোজনায় । কয়েকদিন আগেই সামনে এসেছে এই খবর ৷ আর তা জানাজানি হতেই তড়িঘড়ি আবাস যোজনার তালিকা (Awas Yojana list) থেকে নাম বাদ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীদের মধ্যে ।
এবার পূর্ব বর্ধমানে আবাস যোজনার তালিকায় নাম এল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি (TMC Panchayat Samiti president) রত্না মোহন্তর নাম ৷ রায়না 1 নং ব্লকের বিডিওর কাছে নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। রত্না মোহন্তর দাবি, যখন তালিকা তৈরি করা হয়েছিল তখন তাঁর মাটির বাড়ি ছিল। কিন্তু এখন তাঁর পাকা বাড়ি তৈরি হয়ে গিয়েছে ৷ তাই তিনি নিজেই ওই তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন ।
জানা গিয়েছে, রায়নার নতুন অঞ্চলের হরিপুর গ্রামের বাসিন্দা রত্না মোহন্ত । তিনি রায়না 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিও বটে । সম্প্রতি বাংলা আবাস যোজনার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 681 নম্বরে তাঁর নাম রয়েছে । এদিকে ক'দিন আগে খণ্ডঘোষের শাঁখারি গ্রাম পঞ্চায়েতের জাহাঙ্গির শেখের চারতলা বাড়ি থাকা সত্ত্বেও কীভাবে আবাস যোজনার তালিকায় নাম ওঠে, তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে ।
আরও পড়ুন:রয়েছে প্রাসাদোপম বাড়ি, তারপরেও আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধানের নাম
ফলে এবার সে কথা মাথায় রেখেই রত্না মোহন্ত নিজের নাম তালিকা থেকে বাদ দিলেন বলে মনে করা হচ্ছে । তিনি বলেন, "বাংলা আবাস যোজনায় নাম ওঠে । যখন বাড়ির ছবি তোলা হয়েছিল তখন আমার মাটির বাড়ি ছিল । বাড়ির খুব খারাপ অবস্থা ছিল । ফলে লিস্টে নামও ওঠে । ব্লক সভাপতি-সহ অন্যান্যদের সহযোগিতায় আমার বাড়ি তৈরি হয়েছে । আমার এখন দালান বাড়ি হয়েছে । ফলে আমি আবাস যোজনায় তালিকা থেকে নিজেই আমার নাম কেটে দিচ্ছি । পরিবর্তে যাতে কোন দুঃস্থ মানুষ সেই বাড়ি পায় সেই চেষ্টাই করছি ।" রায়না -1 ব্লকের বিডিওকে রত্না মোহন্ত লিখিত দরখাস্তের মাধ্যমে সমস্তটা জানিয়েছেন ৷