বর্ধমান, 5 অগস্ট : রক্তদান শিবিরের অনুষ্ঠান শেষে দলীয় কর্মীদের দিয়ে জুতো পরানোর অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করলেন বিধায়ক খোকন দাস ৷ যদিও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাসের সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক । এই বিষয়ে খোকন দাসের বক্তব্য, যেহেতু আমি নিচু হয়ে জুতোর ফিতে আটকাতে পারি না । তাই গত দশ বছর ধরেই আমার সঙ্গে যে ভাই থাকে সেই কাজটা করে দেয় । এই ভিডিয়ো ভাইরাল করে নোংরামো করা হচ্ছে ।
বুধবার ছিল কিশোর কুমারের জন্মদিন । সেই উপলক্ষ্যে শহরের 35 নং ওয়ার্ডে একটি রক্তদান শিবির হয় । সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস । তিনি অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জুতো পরতে গেলে দু'তিনজন দলীয় কর্মী তাঁকে জুতো পরিয়ে দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন ও নেতাকে জুতো পরিয়ে দেন ৷ সেই ভিডিয়োই কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৷ যা নিমেষে ভাইরাল হয় । বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে । যদিও বিধায়ক খোকন দাসের মতে অহেতুক জলঘোলা করা হচ্ছে ।