বর্ধমান, 16 নভেম্বর: "ভোটার তালিকায় নাম তোলার সময় যাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত, তাঁদের নাম তোলার চেষ্টা করবেন !" বুধবার পূর্ব বর্ধমানের বর্ধমান টাউন হলে (Bardhaman Town Hall) এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন স্থানীয় তৃণমূল নেতা তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস (Khokan Das) ৷ এদিন তৃণমূলের তরফে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বুথ ভিত্তিক একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ তাতে যোগ দেন দলের নির্বাচনী এজেন্টরা ৷ সেই অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই বেফাঁস কথা বলে বসেন বিধায়ক ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক (Political Controversy) ৷
বিধায়ক খোকন দাস এদিন বলেন, "অনেক নতুন ভোটার ৷ নতুন লোক তো আসছেই ৷ নতুন লোক মানে তো বুঝতে পারছেন ৷ সব বাংলাদেশের লোক আসছেন ৷ তাঁদের ভোট বেশি তোলা মানে তো আরও ক্ষতি ৷ তাঁরা তো সব ভোট বিজেপি-কেই দিয়ে দেন ৷ কারণ এটা আমরা দেখেছি ৷ তাই এটা অস্বীকার করার কিছু নেই ৷ তাই ভোটার লিস্টে নাম যে তুলবেন, দেখবেন নতুন লোক এলেও তাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবেন কি না ৷ যাঁরা সেটা করবেন, তাঁদেরই নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা করবেন ৷ কারণ, এখন সবাই আমাদের দলের সঙ্গে ভিড়ে গিয়েছেন ৷ দু'দিন পর আবার 2019, 2021 সালের মতো না-হয়ে যায় ! নিজেদের জায়গা নিজেদের ছেলেদের করতে হবে ৷ আর আমরাও দলকে বলছি, যাঁরা 2019, 2021 সালে বুক চিতিয়ে বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাঁদেরই বিভিন্ন পদ দেওয়া হবে ৷ অন্য কোনও লোককে আমরা কোনও পদ দেব না ৷ যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাঁদেরই জায়গা দেব ৷"