পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে কোমরে পিস্তল গুঁজে মিছিলে তৃণমূল নেতা, ভাইরাল সোশাল মিডিয়ায় - আউশগ্রাম

কোমরে পিস্তল গুঁজে মিছিলে দেখা গেল তৃণমূল নেতাকে । সোশাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে ।

tmc leader with pistol in a rally photo viral on social media
কোমরে পিস্তল গুঁজে মিছিলে দেখা গেল তৃণমূল নেতা

By

Published : Sep 27, 2020, 9:41 PM IST

আউশগ্রাম, 27 সেপ্টেম্বর : কোমরে পিস্তল গুঁজে মিছিলে দেখা গেল তৃণমূল নেতাকে । সোশাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে । সাদা শার্ট, সাদা প্যান্ট পরে কোমরে পিস্তল গুঁজে মিছিলের সামনে রয়েছেন আবদুল লালন নামে ওই তৃণমূল নেতা । প্রকাশ্য মিছিলে কি এইভাবে পিস্তল নিয়ে কোনও নেতা ঘুরতে পারে, প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের দলের অন্দরেই ।

সম্প্রতি আউশগ্রাম 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ পেয়েছেন আবদুল লালন । ব্যবসার পাশাপাশি অজয়ের ঘাটে বালির কারবার করেন তিনি । তৃণমূলের কংগ্রেসের একটা মিছিলের সামনে কোমরে পিস্তল গুঁজে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে ওই তৃণমূল নেতাকে । তৃণমূল কংগ্রেসের একাংশের বক্তব্য, শুক্রবার আউশগ্রাম 2 ব্লকের দেবশালা অঞ্চলে কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল । সেই মিছিলে যোগ দিয়েছিলেন আবদুল লালন । মিছিলের সামনে তাঁকে কোমরে পিস্তল গুঁজে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায় । তৃণমূল কংগ্রেসের অপর একটি অংশের মতে, আবদুল লালন কোমরে পিস্তল নিয়ে বাড়ি থেকে মিছিলের জন্য বের হয়েছিলেন । কিন্তু তিনি মিছিলে যাওয়ার আগেই পিস্তল গাড়িতে রেখে চলে আসেন । পরে তিনি বাইক মিছিলে অংশ নেন ।

এবিষয়ে , আউশগ্রাম 2 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, " ওই মিছিলে আমিও ছিলাম ৷ কিন্তু লালনকে পিস্তল নিয়ে ঘুরতে দেখিনি । বিরোধীরা তার অন্য কোথাও তোলা ছবি নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে । " তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, তিনি মাঝেমধ্যেই বন্দুক নিয়ে ঘুরে বেড়ান । যদিও তাঁর পিস্তল লাইসেন্সপ্রাপ্ত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details