পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Outraged TMC Leader : পৌরসভার চেয়ারম্যানের পদ পাননি, বিক্ষুব্ধ বর্ধমানের শহর তৃণমূল সভাপতি - পদত্যাগ করতে চাইছেন তৃণমূল নেতা

পৌরসভা নির্বাচনে 31 নম্বর ওয়ার্ডে জিতে কাউন্সিলর হন তৃণমূল নেতা অরূপ দাস । তিনি পৌরবোর্ডের চেয়ারম্যান হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল দলের অন্দরে । কিন্তু তারপরেও চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান কোনও পদ না মেলায় রীতিমতো ক্ষুব্ধ তিনি (TMC Leader wants to resign after not getting enough respect) ।

TMC Leader
পদত্যাগ করতে চাইছেন তৃণমূল নেতা

By

Published : Mar 16, 2022, 2:35 PM IST

বর্ধমান, 15 মার্চ : দলে যোগ্য সম্মান পাননি ৷ ফলে এবার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি পদ থেকে পদত্যাগ করার পথে তৃণমূল নেতা অরূপ দাস । একইসঙ্গে পৌরসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি (TMC Leader wants to resign after not getting enough respect) ।

বর্ধমান পৌরসভা নির্বাচনে 31 নম্বর ওয়ার্ড থেকে 2829 ভোটে জিতে কাউন্সিলর হন তৃণমূল নেতা অরূপ দাস । তিনি একইসঙ্গে বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন । দলীয় সূত্রে জানা গিয়েছে, চলতি পৌরবোর্ডে অরূপ দাস চেয়ারম্যান হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল দলের অন্দরে । কিন্তু তারপরেও চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান কোনও পদ না মেলায় রীতিমতো ক্ষুব্ধ তিনি । বিক্ষুব্ধ তৃণমূল নেতা বলেন, ‘‘দলের দুর্দিনে রায়নার মতো জায়গা থেকে নির্বাচনে লড়েছিলাম ৷ অথচ আজ আর দলে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না । এমনকি বর্ধমান দক্ষিণের বিধায়কও কোনও কাজে সাহায্য করেন না ।’’

পদত্যাগ করতে চাইছেন তৃণমূল নেতা

আরও পড়ুন : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর

অরূপ দাস বলেন, ‘‘আমাকে দিদিমণি 2015 সালে তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহরের সভাপতি মনোনীত করেন । 2001 সালে রায়নায় কেউ যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চায়নি, সেই দুর্দিনে আমি দিদিমণি আর মুকুল রায়ের নির্দেশে প্রার্থী হয়েছিলাম । আজ সেই দল যখন ভাল জায়গায় গিয়েছে, তখন আর পুরনো কর্মীদের দলে সম্মান দেওয়া হচ্ছে না । আমাকে দলে সভাপতি করার পরে বর্ধমান শহরে কোনও কাজ করতে দেওয়া হয়নি ।’’

ABOUT THE AUTHOR

...view details