পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader slams MLA: বিধায়ক 'অপদার্থ', তাঁর অনুগামীরা 'কুকুর' ! তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল - তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে ফের প্রকাশ্য়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের (Jamalpur) বিধায়ককে 'অপদার্থ' বললেন দলেরই নেতা (TMC Leader slams MLA) !

TMC Leader slams MLA during Foundation Day Ceremony of the Party in Jamalpur
শ্রীমন্ত রায় ৷

By

Published : Jan 2, 2023, 6:42 PM IST

নিশানায় বিধায়ক ৷

জামালপুর, 2 জানুয়ারি:তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ৷ আপাত 'নিরীহ' এই আয়োজনেই 'উত্তাপ' বাড়ালেন দলের প্রাক্তন ব্লক সভাপতি (TMC Leader slams MLA) ৷ দলেরই স্থানীয় বিধায়ককে তোপ দাগলেন 'অপদার্থ' বলে ! আর বিধায়কের অনুগামীরা হয়ে গেলেন 'কুকুর' ! তৃণমূল নেতার বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফের প্রকাশ্যে চলে এল শাসকশিবিরের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের (Jamalpur) এই ঘটনা ঘিরে পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে ফের একবার অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের ৷ ওয়াকিবহাল মহল অন্তত এমনটাই মনে করছে ৷

জামালপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি শ্রীমন্ত রায় ৷ রবিবার শীতবস্ত্র বিতরণের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন তিনি ৷ আর তখনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বসেন দলের বিধায়ক অলোক মাজিকে ৷ শ্রীমন্তর বক্তব্য, তাঁদের দলের ওই বিধায়ক দুর্নীতিগ্রস্ত ! কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে দুর্নীতির কারবার চালান তিনি ! কিন্তু, মানুষের জন্য কোনও কাজ করেন না ৷ আর সেই কারণেই জামালপুরে তাঁর নিজস্ব কোনও কার্যালয় নেই ৷ শ্রীমন্তর কথায়, "বিধায়ক আপনিও খেয়াল রাখুন ৷ আপনি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ৷ আপনার একটাও দলীয় কার্যালয় নেই জামালপুর বিধানসভা এলাকায় ৷ এটা লজ্জার বিষয় ৷ এত বড় অপদার্থ বিধায়ক সারা রাজ্যে আছে কিনা জানি না !"

আরও পড়ুন:অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নেওয়া ঘরে তৃণমূলের কার্যালয় ! তালা ঝোলালেন কর্মীরাই

এর পাশাপাশি বিধায়কের অনুগামীদের উদ্দেশে ওই তৃণমূল নেতা বলেন, "আমরা আদর্শ মেনেই দলটা করব ৷ কিন্তু আপনার (বিধায়কের) কিছু পোষ্য কুকুর আছে ৷ যারা সবসময় ঘেউ ঘেউ করছে ৷ আমরা কিন্তু জানি, কীভাবে তাদের পিছনে পেট্রোল নিয়ে তাড়া করতে হয় ! তাই আপনাদের সাবধানে থাকতে বলছি ৷ আপনারা যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ থেকে সরে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে ৷" এরপরই বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কার্যত দুর্নীতির খতিয়ান তুলে ধরেন শ্রীমন্ত ৷

দলের স্থানীয় নেতার এমন আচরণে বেজায় বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস ৷ সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এই এলাকায় শাসকদলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয় ৷ রাজ্যজুড়ে যখন আবাস দুর্নীতির অভিযোগ উঠছে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব শুদ্ধিকরণের বার্তা দিচ্ছে, তখন সকলেই নিজের নিজের পিঠ বাঁচাতে মরিয়া ৷ এই অবস্থায় শাসকদলের বিভিন্ন গোষ্ঠীর নেতারা পরস্পরকে কাঠগড়ায় তুলে নিজেদের সাধু প্রমাণ করার চেষ্টা করছেন ৷ আর তার জেরেই প্রকাশ্যে চলে আসছে ঘরের ঝগড়া ৷ জামালপুরের ঘটনাও তার ব্যতিক্রম নয় ৷

ABOUT THE AUTHOR

...view details