জামালপুর, 2 জানুয়ারি:তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ৷ আপাত 'নিরীহ' এই আয়োজনেই 'উত্তাপ' বাড়ালেন দলের প্রাক্তন ব্লক সভাপতি (TMC Leader slams MLA) ৷ দলেরই স্থানীয় বিধায়ককে তোপ দাগলেন 'অপদার্থ' বলে ! আর বিধায়কের অনুগামীরা হয়ে গেলেন 'কুকুর' ! তৃণমূল নেতার বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফের প্রকাশ্যে চলে এল শাসকশিবিরের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের (Jamalpur) এই ঘটনা ঘিরে পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে ফের একবার অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের ৷ ওয়াকিবহাল মহল অন্তত এমনটাই মনে করছে ৷
জামালপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি শ্রীমন্ত রায় ৷ রবিবার শীতবস্ত্র বিতরণের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন তিনি ৷ আর তখনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বসেন দলের বিধায়ক অলোক মাজিকে ৷ শ্রীমন্তর বক্তব্য, তাঁদের দলের ওই বিধায়ক দুর্নীতিগ্রস্ত ! কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে দুর্নীতির কারবার চালান তিনি ! কিন্তু, মানুষের জন্য কোনও কাজ করেন না ৷ আর সেই কারণেই জামালপুরে তাঁর নিজস্ব কোনও কার্যালয় নেই ৷ শ্রীমন্তর কথায়, "বিধায়ক আপনিও খেয়াল রাখুন ৷ আপনি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ৷ আপনার একটাও দলীয় কার্যালয় নেই জামালপুর বিধানসভা এলাকায় ৷ এটা লজ্জার বিষয় ৷ এত বড় অপদার্থ বিধায়ক সারা রাজ্যে আছে কিনা জানি না !"