জামালপুর, 29 মে : জামালপুরে বিজেপি কর্মীর বাবার করোনায় মৃত্যু হয় গতকাল । কিন্তু অভিযোগ করোনায় মৃত হওয়ায় ওই ব্যক্তির দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি । শেষে পঞ্চায়েত প্রধানের কানে ঘটনাটি যেতেই তিনি নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন । করা হয় দেহ সৎকার । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার এক বিজেপি কর্মীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান । কিন্তু করোনায় মৃত হওয়ায় কেউ দেহ সৎকারে এগিয়ে আসেনি । মৃতের ছেলে তাঁর দলের নেতা কর্মীদের কাছে সাহায্য চান । কিন্তু বিজেপির পক্ষ থেকে কেউই এগিয়ে আসেনি বলে অভিযোগ । এই খবর কানে যেতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম । তিনি তাঁর কর্মীদের নিয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে হাজির হন । এরপর ওই ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা করা হয় ।