পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালনায় খুন তৃণমূল নেতা, তদন্তে পুলিশ - Insar Mallik

কালনায় গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল নেতা ৷ তিনি মন্ত্রী স্বপন দেবনাথের ডান হাত বলে পরিচিত ছিলেন । ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷

TMC
খুন তৃণমূল নেতা

By

Published : Dec 7, 2019, 12:37 AM IST

Updated : Dec 7, 2019, 8:41 PM IST

কালনা, 7 ডিসেম্বর : বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল নেতা ৷ ঘটনাস্থান কালনার বেগপুরের নারায়ণপুর গ্রাম ৷ মৃত তৃণমূল নেতার নাম ইনশান মল্লিক (40) ৷ তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷

স্থানীয়বাসিন্দাদের থেকে জানা গেছে, বাইকে করে ফেরার সময় পরপর দু'টি গুলি করা হয় ইনশানকে ৷ কে, কারা এই গুলি চালায় তা স্পষ্ট নয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় অবস্থার অবনতি হয় । নিয়ে যাওয়া হয় হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

দেখুন ভিডিয়োয়

তিনি এলাকায় মন্ত্রী স্বপন দেবনাথের ডান হাত বলে পরিচিত ছিলেন ইনশান । এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ইনশানের উপর হামলা এই প্রথমবার নয় । আট মাস আগেও হামলা চলে । যদিও পরিবারের তরফ থেকে বা দলের তরফ থেকে এখনও কারও নামে অভিযোগ করা হয়নি ।

ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷ কে বা কারা ওই তৃণমূল নেতাকে খুন করল তাও খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, পুলিশ ইনশানের ভাইপোকে জিজ্ঞাসাবাদ করছে ।

Last Updated : Dec 7, 2019, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details