বর্ধমান, 26 অগস্ট : পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস কর্মী অশোক মাঝি খুনের ঘটনায় স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্বের ছাপ ৷ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে দলেরই এক নেতা শিবশঙ্কর ঘোষকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ ৷ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় নতুন করে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল নাগাদ বর্ধমান পৌরসভার 6 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মহম্মদ সেলিমের উপর হামলা চালায় দলেরই অন্য এক গোষ্ঠীর সদস্যরা ৷ লাঠি, রড নিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। সেই সময় সৈয়দ মহম্মদ সেলিমকে বাঁচানোর জন্য ছুটে যান তৃণমূলকর্মী অশোক মাঝি এবং তাঁর স্ত্রী চন্দনা মাঝি । তাঁদেরও মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের অনুগামীদের বিরুদ্ধে ।
ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অশোক মাঝিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু, মঙ্গলবার রাতে হাসপাতালেই অশোক মাঝির মৃত্যু হয় । এর পরেই সৈয়দ মহম্মদ সেলিম গোষ্ঠীর কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে ৷ এই ঘটনায় মৃতের স্ত্রী চন্দনা মাঝি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল রব, আইএনটিটিইউসি’র প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ সহ মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।