মঙ্গলকোট, 12 সেপ্টেম্বর : বাংলায় 'খেলা' হয়েছে ৷ এবার ত্রিপুরার মাটিতে খেলতে চান বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেই আমি ত্রিপুরায় যেতে রাজি আছি । সেখানে কিন্তু রেফারি হব না । মাঠে নেমে খেলব । কারণ আমি গোল করতে ভালবাসি ।"
ত্রিপুরার প্রসঙ্গে অনুব্রত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে আমি ত্রিপুরা যেতে একশোবার রাজি আছি । আমি ভয় পাই না । আমাকে সিপিএম মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রামে মারতে পারেনি । আমাকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল । ত্রিপুরায় অনেক রকমের খেলা হবে । অনেকদিন ত্রিপুরার মাটিতে খেলা হয়নি । সেই খেলায় আমি থাকব । আমি রেফারি হতে ভালবাসি না । আমি নিজেই খেলব । মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেই আমি ত্রিপুরায় গিয়ে গোল দেব ৷"