কেতুগ্রাম, 4 মে : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মৃত তৃণমূল কর্মীর নাম শ্রীনিবাস ঘোষ (62) । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার আগরডাঙা পঞ্চায়েত এলাকার ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে এই খুনের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে কেতুগ্রামের আগরডাঙা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় । তাঁদের লাঠি, রড, রামদা দিয়ে মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁদের মধ্যে শ্রীনিবাস ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্য়ু হয় তাঁর । এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।